ফ্ল্যাট ছোট্ট হোক বা বড়, শহর বা শহরতলির আবাসনে দেবী সপরিবার পা রেখেছেন অনেক দিনই। আবাসনে এই দেবীপক্ষে যেন ফিরে আসে একান্নবর্তী সংসারের আলো-হাওয়া। প্রতিমাশৈলী, আলোকসজ্জা, সাংস্কৃতিক পরিবেশ এবং সামগ্রিক রুচিশীলতায় আবাসনের পুজোগুলিও এখন রীতিমতো নজরকাড়া! আবাসিকদের সম্মিলিত ভাবনা ও চিন্তনে দেখা মেলে বাঙালি মননেরই চিরায়ত, অথচ অপূর্ব প্রতিফলন। আবাসনগুলির সেই ভাবনা, শ্রম ও নিষ্ঠাকে এতদিন স্বীকৃতি জানিয়ে এসেছে সংবাদ প্রতিদিন ডিজিটাল ‘আবাসনে আবাহন’। পুজোর মরশুমে যখন বারোয়ারির মতো ধুন্ধুমার ফ্ল্যাটে ফ্ল্যাটেও, তখন জারি রইল সেরার সন্ধান।
'আবাসনে আবাহনে'ই অনন্য হয়ে উঠুক বাঙালির শ্রেষ্ঠ সাংস্কৃতিক উদযাপন।
সেরা আবাসন (৫টি)
সেরা প্রতিমা
Copyright © 2025 Sangbad Pratidin Digital Private Limited All rights reserved