Advertisement
Advertisement
Ram Mandir

প্রাণ প্রতিষ্ঠার আগে ‘পরিসর ভ্রমণ’, রামমন্দিরে বসল প্রতীকী মূর্তি

রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ২২ জানুয়ারি।

Ram Lalla's symbolic idol graced inside Ayodhya's Ram Mandir | Sangbad Pratidin

ছবি: সংগৃহীত।

Published by: Kishore Ghosh
  • Posted:January 17, 2024 8:17 pm
  • Updated:January 17, 2024 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ২২ জানুয়ারি। তার আগে বুধবার প্রতীকী মূর্তি বসল রামমন্দিরের (Ram Mandir) গর্ভগৃহে। এই সনাতন প্রক্রিয়াকে ‘পরিসর ভ্রমণ’ বলছেন অযোধ্যার পুরোহিতরা।সাজসাজ রব অযোধ্যা নগরীতে। 

Advertisement

২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রাজনীতিবিদদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শচীন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি প্রমুখ। থাকবেন বিজ্ঞানী, সমজাকর্মী, সাধু সন্তরা তো বটেই। 

 

[আরও পড়ুন: মমতাকে চটানো যাবে না, অধীরদের বার্তা রাহুলের]

এদিকে ২২ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই রামমন্দিরে বসানো হয়েছে সোনার দরজা। ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, উদ্বোধনের আগভাগে মোট ১৩টি সোনার দরজা বসানো হবে। মন্দির নির্মাণ সম্পূর্ণ হতে হতে মোট ৪৬টি দরজার মধ্যে ৪২টিতে পড়বে সোনার প্রলেপ। দরজগুলির সৌন্দর্যও মুগ্ধ করবে ভক্ত পর্যটকদের, দাবি ট্রাস্টের।

 

[আরও পড়ুন: দুর্ঘটনায় মৃতের দেহ পিষে দিল একের পর এক গাড়ি, ৫০০ মিটার দূর পর্যন্ত ছড়াল দেহাংশ!]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement