Advertisement
Advertisement
Ram Mandir

ওজন ৪০০ কেজি, খুলবে ৩০ কেজির চাবিতে, বিশ্বের সবচেয়ে বড় তালা পৌঁছল অযোধ্যায় 

রামমন্দিরের কোথায় লাগানো হবে অতিকায় তালা?

World's largest lock and Key reached Ayodhya | Sangbad Pratidin

তালাটি চওড়ায় ১০ ফুট।

Published by: Kishore Ghosh
  • Posted:January 20, 2024 8:00 pm
  • Updated:January 20, 2024 8:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় তালা পৌঁছে গেল অযোধ্যার রামমন্দিরে। আগামীতে এই তালাই কী হবে রামলালার সুরক্ষাকবচ! রামমন্দির ট্রাস্ট সূত্রে খবর, ওই তালা তৈরি হয়েছে যোগীরাজ্যের আলিগড়ে। তালার ওজন শুনলে চোখ কপালে উঠবে। এমনকী চাবিটিও ঘাড়ে পড়লে বিপদ আছে! কত কেজির তালা-চাবি?

Advertisement

আলিগড়ের বাসিন্দা দম্পতি সত্যপ্রকাশ শর্মা ও তাঁর স্ত্রীর তৈরি তালাটির ওজন ৪০০ কেজি। চাবির ওজন বেশি না, ৩০ কেজি মতো। সূত্রের দাবি, রামমন্দিরের এই অতিকায় ‘লক অ্যান্ড কি’-র জন্য় খরচ পড়েছে ২ লক্ষ টাকা। তালাটি চওড়ায় ১০ ফুট। তৈরি করতে সময় লেগেছে ছয় মাস। সত্যপ্রকাশের দাবি, এই তালায় মরচে ধরবে না। সেই কারণেই থাকবে ইস্পাতের আবরণ থাকবে। তালার বাক্স, লিভার, ঢাকনা সবই হবে পিতলের। তালার বরাত পেলেন কীভাবে সত্যপ্রকাশ?

 

[আরও পড়ুন: রামমন্দিরের ‘প্রসাদে’র নামে সাধারণ মিষ্টি বিক্রি! আমাজনকে নোটিস কেন্দ্রের]

শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট বরাত দেয়নি আদৌ। নিজের থেকে ভালোবাসেই রামলালার মন্দিরের জন্য তালা-চাবি বানিয়েছেন সত্যপ্রকাশ এবং তাঁর স্ত্রী। এমনকী সুদে টাকা ধার করেছেন। এর জন্য আমজনতার কাছে সাহায্যও চেয়েছিলেন। শেষ পর্যন্ত শনিবার সেই তালা যাত্রা করে অযোধ্যার উদ্দেশে। প্রশ্ন হল, কোথায় লাগানো হবে এত বড় তালা? অনেকে মনে করছেন, মন্দিরের গর্ভগৃহে সুরক্ষাকবচ হিসেবে লাগানো হতে পারে অতিকায় তালা। যদিও মন্দির সূত্রে তেমন কিছু জানা যায়নি।

[আরও পড়ুন: সংঘের নির্দেশে রামমন্দির উদ্বোধনের লাইভ দেখবে বাম আঁতুরঘর JNU!]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement