Advertisement
Advertisement
Fishermen

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন! বাংলাদেশে আটক কাকদ্বীপের ৩৪ মৎস্যজীবী, উদ্বিগ্ন পরিবার

বাজেয়াপ্ত করা হয়েছে মৎস্যজীবীদের দুটি ট্রলার।

34 fishermen of Kakdwip detained at Bangladesh
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 15, 2025 11:15 am
  • Updated:July 15, 2025 11:15 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ। মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক কাকদ্বীপের ৩৪ মৎস্যজীবী। তাঁদের দুটি ট্রলারও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। দুশ্চিন্তায় মৎস্যজীবীদের পরিবার। সূত্রের খবর, আটক মৎস্যজীবীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে মৎস্য দপ্তর।

Advertisement

জানা গিয়েছে, দিন কয়েক আগে ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’ নামে দুটি ট্রলার নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বের হন ৩৪ জন মৎস্যজীবী। বাংলাদেশ নৌবাহিনী সূত্রে খবর, জলসীমা লঙ্ঘন করে ট্রলারগুলো বাংলাদেশে ঢুকে পড়ে। এরপরই ৩৪ জন মৎস্যজীবীকে আটক করে উপকূলরক্ষী বাহিনী। নিয়ে যাওয়া হয় মোংলা বন্দরে। বাজেয়াপ্ত করা হয় তাঁদের ট্রলার। ওই ৩৪ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপও করা হয়েছে। এবিষয়ে ইতিমধ্যেই রাজ্যের তরফে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যত দ্রুত সম্ভব তাঁদের বাড়ি ফেরানোর চেষ্টা চলছে।

আটক হওয়ার খবর কাকদ্বীপে পৌঁছতেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে মৎস্যজীবীদের পরিবারে। তাঁদের কথায়, “ওরা ফোন করেছিল। শুনলাম আটক করেছে। জানি না কী হবে।” প্রসঙ্গত, এহেন ঘটনা প্রথম নয়। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রায়ই এধরনের সমস্যায় পড়েন মৎস্যজীবীরা। ফলে মৎস্যজীবীদের আরও সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ