Advertisement
Advertisement
Bangladesh

‘জয় বাংলা’ স্লোগান তুলে বিএনপির কর্মসূচিতে হামলা! বাংলাদেশে আহত অন্তত ২০

বিএনপির অভিযোগ, হামলাকারীরা আওয়ামি লিগের সদস্য।

Alleged attack on BNP programme in Bangladesh with 'Joy Bangla' slogan, atleast 20 injured
Published by: Sucheta Sengupta
  • Posted:August 12, 2025 9:53 am
  • Updated:August 12, 2025 9:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনা সরকারের পতনের পর ইউনুস জমানায় একাধিক পরিবর্তন এসেছে বাংলাদেশে। তা নিয়ে সমালোচনা কম হচ্ছে না। এসব বদলের মধ্যে অন্যতম সে দেশে স্বাধীনতার ইতিহাস বিস্মৃতির প্রয়াস। মুছে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুর যাবতীয় স্মৃতি। ‘জয় বাংলা’ স্লোগানও এখন নিষিদ্ধ সেখানে। সেই নিষিদ্ধ স্লোগান তুলেই এবার বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি-র কর্মসূচিতে হামলার অভিযোগ উঠল। সোমবার রাতের দিকে মাদারীপুরের শিবচরের কাছে বিএনপি-র প্রচার সূচিতে এই হামলার ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর। তদন্তে নেমেছে শিবচর থানার পুলিশ।

Advertisement

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী হতে চান দলের নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী। সোমবার শিবচর এলাকায় সিদ্দিকীর হয়ে লিফলেট বিলি করছিলেন বিএনপির কয়েকজন কর্মী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত সেই লিফলেট। অভিযোগ, এমন সময়েই তাঁদের উপর হামলা চলে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই সময় শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে বিএনপি নেতা, কর্মীদের কথা কাটাকাটি হয়। তা চরম পর্যায়ে পৌঁছলে বিএনপি নেতা-কর্মীদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীদের মুখে ছিল ‘জয় বাংলা’ স্লোগান।

বিএনপির অভিযোগ, হামলা অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলাকারীরা পলাতক। এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ মেলেনি। বিএনপির অভিযোগ, যারা হামলা চালিয়েছে, তারা সকলে আওয়ামি লিগের সদস্য। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গির আলম বলেন, ”বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে হামলা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।” শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলামও জানিয়েছেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে যায়। ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement