সুকুমার সরকার, ঢাকা: ফের বিপাকে শেখ হাসিনা। বিরোধীদলের কর্মী-সমর্থকদের অপহরণ করে নির্যাতনের অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা-সহ আরও ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
দুই মামলার অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বিরোধী নেতা-কর্মীদের অপহরণ করে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) নিয়ে গিয়ে নির্যাতন করেছেন। প্রথম অভিযোগে শেখ হাসিনা-সহ ১৭ জন এবং দ্বিতীয় অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। দুই তালিকায় রয়েছেন ডিজিএফআই-এর পাঁচজন প্রাক্তন ডিরেক্টর জেনারেল-সহ বহু সেনা আধিকারিক। বুধবার শুনানির সময় বন্দীদের উপর নির্যাতনের বর্ণনা তুলে ধরা হয়। পাঁচটি অভিযোগ গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
এর আগে বুধবার সকালে শেখ হাসিনা-সহ ৩০ জনের বিরুদ্ধে দুটি অভিযোগ জমা দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুই অভিযোগে শেখ হাসিনা ছাড়া অপর অভিযুক্তরা হলেন প্রাক্তন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন আইজিপি বেনজির আহমেদ, র্যাবের প্রাক্তন দুই ডিরেক্টর জেনারেল এম খুরশিদ হোসেন এবং ব্যারিস্টার হারুন অর রশিদ। এছাড়াও প্রাক্তন অতিরিক্ত ডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম-সহ আর অনেকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর তারা কোনও পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.