সুকুমার সরকার, ঢাকা: করোনা মহামারীর পর ডেঙ্গুর তাণ্ডব। বাংলাদেশে প্রাণঘাতী ডেঙ্গুর থাবা কমছেই না। উল্টে বছরের বিভিন্ন সময়ে এই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ডেঙ্গু সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪২ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১২ জন। পাশাপাশি, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯০৭ জন। জানা গিয়েছে, রাজধানী ঢাকা-সহ সারা বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তদের শরীরে নতুন কিছু উপসর্গ দেখা গিয়েছে। এর জেরে মৃত্যুর ঘটনাও দ্রুত বাড়ছে।
রবিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অংশের মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১২ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন রয়েছেন।
আর জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় মোট ৮৯৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরে এখনও পর্যন্ত মোট ৪৭ হাজার ২৫৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এছাড়াও চলতি বছরের ৫ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯০৭ জন। এর মধ্যে ৬০.৮ শতাংশ পুরুষ এবং ৩৯.২ শতাংশ নারী রয়েছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.