Advertisement
Advertisement
Bangladesh Air Force

ঝলসে যাওয়ায় শনাক্তই হয়নি একাধিক দেহ! ঢাকায় বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ২৭

সোমবার দুপুরে একটি স্কুলে ভেঙে পড়ে সেদেশের সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান।

Bangladesh Air Force jets Crush in a School 27 dead
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 22, 2025 9:36 am
  • Updated:July 22, 2025 9:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি বিল্ডিংয়ে বিমান ভেঙে পড়ার ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা বেড়ে হল ২৭। মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মহম্মদ সায়েদুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান। তিনি বলেন, “২০ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, তবে ৬ জনের দেহ চিহ্নিত করা সম্ভব হয়নি।” 

Advertisement

সোমবার দুপুরে ভেঙে পড়ে সেদেশের বিমান বাহিনীর একটি বিমান। সেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যুর খবর মিলেছিল। আহত হয়েছিলেন ১৭১ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে বেশিরভাগ পড়ুয়া। যে সময় সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ে তখন ক্লাস চলছিল। বিমানটি ভেঙে পড়ের সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়। সেই লেলিহান অগ্নিশিখায় ঝলসে যায় প্রায় ২০০ জন পড়ুয়া। তাদের মধ্যে কয়েকজন শিক্ষকও ছিলেন বলে জানা গিয়েছে।

বাংলাদেশ সেনার জনসংযোগ বিভাগের আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে (বাংলাদেশি সময়) ওড়ার বারো মিনিট পরে ভেঙে পড়ে। স্কুলে ভবনে বিমানটি আছড়ে পড়তেই বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে আগুন ধরে যায় ভবনটিতেও। অনেক দূর থেকেও সেই কালো ধোঁয়া দেখা গিয়েছে। বিমানের আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের আটটি ইঞ্জিন।

Bangladesh Air Force jets Crush in a School 27 dead

প্রতিবেশী দেশে এমন বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থেকে সব ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সোমবার রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদি লেখেন, “ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মৃত ও আহতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী রয়েছেন। শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয় বেদনার্ত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement