Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

এবার বিদ্যুতের চাহিদা মেটাতে নেপালের দ্বারস্থ বাংলাদেশ, ভারতপথেই তড়িৎ সরবরাহ

ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে নেপাল।

Bangladesh is importing electricity from Nepal via India
Published by: Kishore Ghosh
  • Posted:June 15, 2025 8:16 pm
  • Updated:June 15, 2025 8:19 pm  

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে বাংলাদেশে ৩৮ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। এতে ইউনিট প্রতি দাম পড়বে প্রায় ৭ টাকা। কয়েক বছর ধরেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি নিয়ে আলোচনা চলছিল মহম্মদ ইউনুসের দেশে।

রবিবার (১৫ জুন) থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল, জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম। তিনি বলেন, “নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আসা শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী নভেম্বর মাস পর্যন্ত ছয় মাস বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল।”

বিপিডিবি সূত্রে খবর, শুধু গ্রীষ্মকালের জন্যই নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতিবছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার কথা নেপালের। অর্থাৎ গ্রীষ্মে যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে এবং নেপালে জলবিদ্যুৎ উৎপাদনও যথেষ্ট হয়, শুধু সেই সময়টাই নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। এর আগে নেপাল প্রথমবারের মতো পরীক্ষামূলক ভাবে গত ১৫ নভেম্বরে বাংলাদেশে এক দিনের জন্য বিদ্যুৎ রপ্তানি করেছিল।

জানা গিয়েছে, যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে এবং নেপালে জলবিদ্যুৎ উৎপাদনও যথেষ্ট হয়, শুধু সেই সময়টাই নেপাল থেকে বিদ্যুত যাবে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। ভারতীয় ট্রান্সমিশন চার্জ-সহ খরচ হবে ৭ টাকা প্রতি ইউনিট। নেপাল-বাংলাদেশের এই সমঝোতা উপ-আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক বলে মনে করা হচ্ছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement