Advertisement
Advertisement

Breaking News

Gopalganj

রক্ত দিয়ে রক্ষা মুজিবের সমাধি! সংঘর্ষে থমথমে আওয়ামি-গড় গোপালগঞ্জে মৃত বেড়ে ৪

একাধিক রুটে বন্ধ বাস চলাচল।

Bangladesh News: Curfew imposed at Gopalganj
Published by: Sayani Sen
  • Posted:July 17, 2025 9:25 am
  • Updated:July 17, 2025 11:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থমথমে আওয়ামি গড় গোপালগঞ্জে জারি কারফিউ। রাস্তাঘাটে নেই লোকজন। অধিকাংশ দোকানপাটও বন্ধ। গোপালগঞ্জ-কোটালিপাড়া, গোপালগঞ্জ-টেকেরহাট, গোপালগঞ্জ-ব্যাশপুর রুটে বন্ধ বাস চলাচল। তবে দূরপাল্লার বাস চলছে। স্থগিত এইচএসসি পরীক্ষা। গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ফের আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ নিরীহ মানুষ।

Advertisement

গত বছর এই সময়ই হাসিনার পতনের সূচনা হয়েছিল। এই কারণে এবছরের ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে এনসিপি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করে দলটি। ওই পদযাত্রা ঘিরে ছড়িয়ে পড়ে অশান্তির আগুন। সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশকর্মী আহত হন। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রাকিবুল হাসান। সেখান থেকে ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কংশুরে ইউএনওর গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় তাঁর গাড়ির চালক আহত হন। এরপর ফের এনসিপির নেতারা সভা করতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাঁদের অভিযোগ, ২০০-৩০০ জন এসে হামলা চালায়। সকলেই আওয়ামির কর্মী সমর্থকরা। তাঁরা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়।

এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতা-কর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক মহম্মদ কামরুজ্জামান জেলায় ১৪৪ ধারা জারি করেন। পরে জানা যায় সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। হাসপাতালে ভর্তি আরও ৯। বিকেল পৌনে পাঁচটা নাগাদ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস প্রথম আলোকে বলেন, বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা গুলিবিদ্ধ ছিলেন। এদিকে, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত কারফিউয়ের কথা ঘোষণা করেন। সেই মতো চলছে কারফিউ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement