Advertisement
Advertisement
Bangladesh

চিনের সঙ্গে হাত মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত বাংলাদেশের! বারবার ভারতকে উসকানি?

শেখ হাসিনার আমলে এই প্রকল্পে কাজ করার জন্য নয়াদিল্লিকেই অগ্রাধিকার দিয়েছিল ঢাকা।

Bangladesh pokes India with Teesta pact with China
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 15, 2025 8:55 pm
  • Updated:July 16, 2025 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার চিনের সঙ্গে হাত মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চলেছে বাংলাদেশ! মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের জল সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, তিস্তা মহাপরিকল্পনা এই বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এই প্রকল্পে কাজ করতে আগ্রহী ভারত। শেখ হাসিনার আমলে এই প্রকল্পে কাজ করার জন্য নয়াদিল্লিকেই অগ্রাধিকার দিয়েছিল ঢাকা। কিন্তু বাংলাদেশের কূটনৈতিক চিত্র এখন পুরোটাই বদলে গিয়েছে। সাম্প্রতিক সময়ে সেদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে চিন। বেজিং সফরে গিয়েছিলেন ইউনুস। চিনে গিয়ে বৈঠক সেরেছে বিএনপি নেতারা। এবার যাচ্ছেন জামাতের প্রতিনিধিরাও। সব মিলিয়ে দু’দেশের বন্ধুত্ব যে মজবুত হচ্ছে তা স্পষ্ট। আর বাংলাদেশকে হাতিয়ার করে ক্রমাগত ভারতকে উসকানি দিচ্ছে চিন। এমনটাই বলছেন বিশ্লেষকরা।

Advertisement

তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে বহুদিন ধরেই ঢাকা-দিল্লির মধ্য়ে আলোচনা হচ্ছে। এর মাঝেই তিস্তা নিয়ে চিনের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ। গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর চিন বিপুল আশ্বাস দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। বসে নেই ইউনুসের অন্তর্বর্তী সরকারও। আজ মঙ্গলবার সকালে দেশের উত্তরর জনপদ সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা মূলত চিন ও বাংলাদেশ এ দুই দেশের বিষয়। তাই সিদ্ধান্ত নিয়ে দু’দেশরই সম্মতি লাগবে। এই কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি। ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর এ প্রস্তাবনা প্রথমে সরকারের কাছে যাবে এবং পরে ইআরডির মাধ্যমে চূড়ান্ত হয়ে চিনা কর্তৃপক্ষের কাছে গেলে, বিস্তারিত রিপোর্ট করলে, শুরু হবে এর বাস্তবায়নের কাজ।”

এই মুহুর্তে চিনের সঙ্গে হাত মিলিয়ে উত্তর-পূর্ব ভারত (সেভেন সিস্টার) ভেঙে ফেলার আকাশকুসুম স্বপ্ন দেখছে বাংলাদেশ। উত্তর-পূর্বের ৭ রাজ্যের সঙ্গে গোটা ভারতের সংযোগ করে ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডর। এবার ভৌগোলিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলের কাছাকাছিই বাংলাদেশ সীমান্তে বায়ুসেনা ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে ইউনুসের সরকার। সম্প্রতি চিনের আধিকারিকরা এসে জায়গাটি পরিদর্শনও করে গিয়েছেন। সূত্রের খবর, সীমান্তবর্তী রংপুরের লালমনিরহাট জেলায় বেজিংয়ের সহায়তায় বায়ুসেনাঘাঁটি তৈরি করতে চাইছে ঢাকা। তাৎপর্যপূর্ণ ভাবে এই রংপুর ভারতীয় সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। বিশ্লেষকরা বলছেন, এভাবেই বারবার ভারতকে উস্কানি দিচ্ছে দু’দেশ। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement