Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

মহিলা আধিকারিকরা আর ‘স্যর’ নন, হাসিনার আমলের নিদান বাতিল করল ইউনুস সরকার

প্রায় ১৬ বছর ধরে চলে আসা এই নিয়ম ঘিরে অসন্তোষ ছিল বাংলাদেশে।

Bangladesh scrapes rule to address female officials as Sir

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 11, 2025 11:18 am
  • Updated:July 11, 2025 11:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা আধিকারিকদের আর স্যর বলে সম্বোধন করা যাবে না, এই মর্মে নির্দেশিকা জারি করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের নিয়ম ছিল, তাঁকে স্যর বলে সম্বোধন করতে হবে। পরে স্যর সম্বোধনটি অন্যান্য মহিলা আধিকারিকদের জন্য কার্যকর হয়। সেই বিষয়টিকে অসঙ্গত বলে মনে করছে বাংলাদেশের বর্তমান সরকার।

Advertisement

বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নোটিস দিয়ে জানানো হয়, প্রায় ১৬ বছর ধরে চলে আসা এই নিয়ম প্রত্যাহার করা হচ্ছে। মহিলা আধিকারিকদের স্যর বলে সম্বোধন করার প্রথা সামাজিক এবং প্রাতিষ্ঠানিক দুই ক্ষেত্রেই কাম্য নয়, প্রাসঙ্গিকতাও নেই। মহিলা আধিকারিকদের আগামী দিনে কীভাবে সম্বোধন করা হবে, সেই সিদ্ধান্ত নিতে ইতিমধ্যেই একটি রিভিউ কমিটি গঠন করেছে মহম্মদ ইউনুসের দপ্তর। আগামী এক মাসের মধ্যে এই কমিটি রিপোর্ট জমা দেবে।

নতুন এই কমিটির নেতৃত্বে রয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। বর্তমানে বাংলাদেশের শক্তি, সড়ক, রেল, পরিবেশ এবং জল সম্পদের উপদেষ্টা তিনি। জানা গিয়েছে, রিজওয়ানার নেতৃত্বাধীন কমিটি খতিয়ে দেখবে, স্যরের পরিবর্তে মহিলা আধিকারিকদের সম্বোধনের জন্য অন্য কী শব্দ ব্যবহার করা যায়। শুধু তাই নয়, হাসিনার আমলের ‘প্রাচীন প্রথা’ গুলিও খতিয়ে দেখবে এই কমিটি। প্রথাগুলিতে পরিবর্তনের সুপারিশও করতে পার কমিটি।

উল্লেখ্য, মহিলাদের স্যর সম্বোধন নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল বাংলাদেশে। উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সাংবাদিক, কর্মীরা অস্বস্তিতে পড়তেন এমন প্রথার জেরে। ‘নিয়ম বহির্ভূত’ভাবে মহিলাদের জন্য স্যর ছাড়া অন্য সম্বোধন ব্যবহার করলেও চাপের মুখে পড়তে হত। সেসবের অবসান চাইছে ইউনুস সরকার। বৃহস্পতিবারের বিবৃতিতে বলা হয়েছে, সঠিক ভাষায় সম্মানজনক ভাবে সম্বোধন করা উচিত প্রত্যেককে। সামাজিক নিয়ম এবং মূল্যবোধের কথা মাথায় রেখেই সম্বোধন করতে হবে মহিলা আধিকারিকদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement