সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনার পতনের পরই চিন-ঘনিষ্ঠ হয়ে উঠেছে মহম্মদ ইউনুসের ‘নতুন’ বাংলাদেশ। তার প্রমাণ ফের একবার মিলল। বেজিং থেকে ২২০ কোটি ডলার ব্যয়ে ২০টি নতুন জে-১০সি যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ। শোনা যাচ্ছে, চলতি অর্থবর্ষেই ড্রাগনের দেশের সঙ্গে চুক্তি সম্পন্ন করবে ঢাকা। তারপর আগামী ১০ বছরের মধ্যে যুদ্ধবিমানগুলির সরবরাহ করবে চিন।
জানা গিয়েছে, প্রতিটি যুদ্ধবিমানের মূল্য ৬ কোটি ডলার। কিন্তু তার সঙ্গে যোগ হবে পরিবহণ-সহ একাধিক খরচ। ফলে সবমিলিয়ে ব্যয় হবে ২২০ কোটি ডলার। চলতি বছরের মার্চে চিন সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস। সেই সময় যুদ্ধবিমান কেনা নিয়ে তিনি আলোচনা করেছিলেন বেজিংয়ের কর্তাদের সঙ্গে। এই নিয়ে একটি কমিটিও গঠন করেন ইউনুস। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে এই যুদ্ধবিমানই ব্যবহার করেছিল পাকিস্তান। কিন্তু নয়াদিল্লির সামনে তা টিকতে পারেনি।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএনএম মুনিরউজ্জামান বলেন, “বায়ুসেনা দীর্ঘদিন ধরেই নতুন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছিল।” তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক পরিবেশ পালটে গিয়েছে। তাই যে কোনও দেশ থেকে বিমান কেনার আগে সবদিক বিশ্লেষণ করা উচিত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.