Advertisement
Advertisement
Bangladesh

ইউনুসের সঙ্গে বৈঠকেও মতভিন্নতা তিন দলে, বাংলাদেশে নির্বাচন নিয়ে উত্তাপ ঊর্ধ্বমুখী

আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন চায় বিএনপি।

Bangladesh's three political parties have differences of opinion even in their meeting with Muhammad Yunus
Published by: Kishore Ghosh
  • Posted:September 1, 2025 10:30 pm
  • Updated:September 1, 2025 10:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সসদ নির্বাচন নিয়ে প্রধান তিন দলের মধ্যে মতভিন্নতা অব্যাহত। রবিবার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকেও তাদের মতভিন্নতা আরও স্পষ্ট হয়ে ধরা দিল। রবিবার সন্ধ্যায় যমুনায় ইউনুসের সঙ্গে বৈঠকেও নিজেদের আগের অবস্থানই তুলে ধরেছে বিএনপি, জামাত ইসলামি ও ছাত্রদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনও বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনও বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য বিপজ্জনক বিষয়।

Advertisement

বরাবরই আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন চায় বিএনপি। তারা সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলো সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলটি বলেছে, জুলাই সনদ বাস্তবায়নের বৈধ বা সাংবিধানিক কোনও উপায় থাকলে সেটা তারা মেনে নেবে।

অন্যদিকে জামাতে ইসলামি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে একমত হলেও দেশ একটি নীলনকশার নির্বাচনের দিকে যাচ্ছে কি না, সেই প্রশ্ন তুলেছে। তারা সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সনদ বাস্তবায়নে গণভোট এবং সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে।

এনসিপি বলেছে, তারা চায় আগামী যে নির্বাচন হবে, সেটা যেন ‘গণপরিষদ’ নির্বাচন হয়। তিনটি দলের সঙ্গে বৈঠক শেষে রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে।
জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তাঁর সরকারি বাসভবন যমুনায় রবিবার এই তিনটি দলের সঙ্গে আলাদা বৈঠক করেন। সেখানে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সংস্কার প্রস্তাব তথা জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন।

জানা গিয়েছে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে লাঠিপেটার ঘটনা এবং জাতীয় পার্টির বিষয়ও আলোচনায় আসে। নুরুল হকের ওপর হামলার বিষয়ে বৈঠকে তিন দলই প্রধান উপদেষ্টাকে বলেছে, এটি অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

বৈঠকে জামাত ও এনসিপি আওয়ামি লিগের মতো জাতীয় পার্টির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছে। এই বিষয়ে বিএনপির সঙ্গে বৈঠকে কোনও আলোচনা হয়নি বলে দলটি পরে সাংবাদিকদের জানিয়েছে। অবশ্য জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। বিষয়টি জামায়ত ও এনসিপি নিজ থেকে তুলেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement