Advertisement
Advertisement
BNP

‘প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’, নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী ঘোষণা বিএনপির!

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন।

BNP announces that Tarique Rahman will be Prime Minister if they will come to the power
Published by: Sucheta Sengupta
  • Posted:August 31, 2025 8:53 pm
  • Updated:August 31, 2025 8:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন খালেদাপুত্র তারেক রহমানই। এই দলটাই বাংলাদেশকে একমাত্র রক্ষা করতে পারে বলে মনে করছে বিএনপি। রবিবার দলের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের এক আলোচনাসভায় এমন আত্মবিশ্বাসী কথা শোনা গেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরের গলায়। তিনি বলেন, ”বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর বিএনপিই একমাত্র দল, যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে।” আওয়ামি লিগ নিয়ে ভারতের দিকে আঙুল তুলে বিএনপির মত, হাসিনাকে মদত দিয়ে ফের ক্ষমতায় আনার চেষ্টা করছে নয়াদিল্লি। দলের ৩১ দফার সংস্কার বিষয়ে তাঁর বক্তব্য, বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তন সম্ভব হবে এসব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে।

Advertisement

আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে সে দেশের নির্বাচন কমিশন। শুক্রবার প্রকাশ্যে আনা হয়েছে নির্বাচনী রোডম্যাপ। বিএনপি তা স্বাগত জানালেও অন্যান্য রাজনৈতিক দলগুলির মতে, সুষ্ঠু নির্বাচন বানচাল করতে এই রোডম্যাপ। খালেদা জিয়ার দল এই নির্বাচন নিয়ে আশাবাদী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বে লড়তে চায় বিএনপি। তাই তাঁকে নিয়ে কার্যত এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছে দল। রবিবারের অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিনের অভিযোগ, নির্বাচন বিঘ্নিত করে বাংলাদেশকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে রাখার জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছিল জাতীয়তাবাদ পতাকার মাধ্যমে। তিনি গণতন্ত্র রক্ষার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিএনপির হাত ধরে বিপ্লব আসবে বলেও আশাবাদ জানান। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের কঠিন সময়ে আজ বিএনপির জন্মদিনে দলের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট দলকে বিএনপি ভোটে সাহায্য করলেও তারা আমাদের স্বাধীনতাকে ভুল মনে করে, এরা দেশীয় ষড়যন্ত্রকারী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ