Advertisement
Advertisement
Khaleda Zia

নয়া বিপাকে খালেদা জিয়া, কণ্ঠস্বর নকল করে ২৬ কোটি টাকা প্রতারণা!

এত বড় কেলেঙ্কারির বিষয়টি সম্প্রতিই এসেছে বাংলাদেশের আর্থিক তদন্তকারী দলের নজরে।

BNP Chairperson Khaleda Zia faces extortion of 26 crore

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:July 8, 2025 12:42 pm
  • Updated:July 8, 2025 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনে চিকিৎসা সেরে দেশে ফেরার পর নতুন করে বিপাকে পড়লেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২৬ কোটিরও বেশি আর্থিক প্রতারণায় তাঁর নাম জড়াল এবার। ঘটনার তদন্তে নেমে বাংলাদেশের আর্থিক তদন্তকারী সংস্থা অবশ্য জানতে পেরেছে, এতে খালেদা জিয়া নিজে জড়িত নন। বরং তিনিই প্রতারণার শিকার। মহম্মদ মোতাল্লেছ হোসেন নামে এক ব্যক্তি দেশের বিএনপি চেয়ারপার্সন কণ্ঠস্বর নকল করে একটি দল এভাবে তোলাবাজি করেছে। ব্যাঙ্কের নথিপত্র খতিয়ে দেখে, তদন্তে পাওয়া বিভিন্ন সূত্র থেকে তা জানতে পেরেছেন ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (BFIEU) সদস্যরা।

Advertisement

বিএফআইইউ সূত্রে খবর, ২০২৩ সালের ৫ নভেম্বর থেকে মাত্র তিনমাসের মধ্যে রাজধানীর গুলশন এলাকার সিটি ব্যাঙ্কে মোতাল্লেছের নামে প্রায় ৬ কোটি ৩৭ লক্ষ টাকা জমা পড়ে। হঠাৎ এত বিপুল পরিমাণ লেনদেন নজরে আসে ব্যাঙ্ক কর্তৃপক্ষের। তার তথ্য চাওয়া হয়। শুরু হয় তদন্ত। জানা যায়, মোতাল্লেছ হোসেন ও তার প্রতিষ্ঠানের নামে মোট ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে সাতটির হিসেব বিশ্লেষণ করে দেখা গিয়েছে, মোট ২৬ কোটি ৮৪ লক্ষ টাকা রয়েছে। তার মধ্যে শুধু তিন মাসেই জমা হয়েছে ১১ কোটি ১১ লক্ষ টাকা!

মোতাল্লেছের আয়কর তথ্য খতিয়ে দেখে জানা যাচ্ছে, অথচ ২০২৩-২৪ অর্থবর্ষে আয়কর রিটার্ন মাত্র ৩৪ লক্ষ টাকা। এত অর্থ কীভাবে এল, তার কোনও যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি মোতাল্লেছ। বিএফআইইউ-এর অন্তর্তদন্ত অনুযায়ী, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মানুষের কাছ থেকে টাকা আদায় করত মোতাল্লেছ ও তার সহযোগীরা। এই অভিনব পদ্ধতিতেই বিপুল অর্থ জমা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে মোতাল্লেছ পলাতক, তার সঙ্গীরাও এখনও গ্রেপ্তার হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement