সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন যত এগিয়ে আসছে, বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি ততই অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হচ্ছে। উভয়ের সখ্য বাড়ছে। আসন্ন নিউ ইয়র্ক সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সফরসঙ্গী হচ্ছেন বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির! থাকবেন জামাত-ই-ইসলামির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মহম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব আখতার হোসাইন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। সোমবারই তাঁকে নিয়ে নিউ ইয়র্ক রওনা দিচ্ছেন ইউনুস। সেখানে ২৬ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এর পাশাপাশি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও আলোচনার সম্ভাবনা। যদিও ইউনুসের এই সফরের প্রতিবাদ জানাবে আওয়ামি লিগ। পালটা কর্মসূচি তৈরি বিএনপিরও।
ইউনুসের এবারের নিউ ইয়র্ক সফরে অবশ্য বাধার আশঙ্কা রয়েছে। সম্প্রতি এক সভায় আমেরিকার আওয়ামি লিগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ঘোষণা করেছিলেন, ড. ইউনুসকে নিউ ইয়র্কে ‘প্রতিহত’ করা হবে। তিনি জানান, ২২ সেপ্টেম্বর জন এফ কেনেডি বিমানবন্দরে এবং ২৬ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সদর দপ্তরের সামনে তাঁদের বিক্ষোভ কর্মসূচি হবে। এর পালটা জবাব দিতে তৈরি বিএনপিও। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপি মহাসচিব-সহ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন সভা করে তাঁরা কর্মীদের এ বিষয়ে অবগত করছেন। আমেরিকায় বিএনপি’র প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ বললেন, ‘‘আমরাও ২২ তারিখে বিমানবন্দরে এবং ২৬ তারিখে রাষ্ট্রসংঘের সামনে অবস্থান নেব। আওয়ামি লিগ বিশৃঙ্খলা তৈরি করলে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, এবার যুক্তরাষ্ট্র থেকেও বিতাড়িত হবেন।’’
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে জামাতের আনুষ্ঠানিক শাখা না থাকলেও ভিন্ন ভিন্ন নামে তাদের নেতা-কর্মীরা সক্রিয় রয়েছেন। তাঁরা সাধারণ প্রবাসীদের ব্যানারে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মহম্মদ তাহের ও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। শিবিরের প্রাক্তন নেতা সৈয়দ শারফিন মোর্শেদ জানান, প্রবাসীরা সফরসঙ্গীদের স্বাগত জানাতে প্রস্তুত। তিনি বলেন, ‘‘হাসিনার অনুসারীরা যদি বিশৃঙ্খলা করতে চায়, তাহলে সাধারণ প্রবাসীরা শক্ত হাতে জবাব দেবে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.