Advertisement
Advertisement
BNP

চিনকে কাছে টানতে মরিয়া বিএনপি, ঘনঘন সফর নেতাদের, ইউনুসের উপর চাপ বাড়ানোর কৌশল?

আওয়ামি লিগ সরকার পতনের পর এনিয়ে তিন দফায় চিন সফরে গিয়েছেন বিএনপি নেতারা।

BNP try get closer China before Bangladesh election

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 30, 2025 6:47 pm
  • Updated:June 30, 2025 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও শেখ হাসিনা সব সময় ভারতের স্বার্থকেই প্রাধান্য় দিয়েছেন। তাঁর আমলে বাংলাদেশকে ‘ফাঁদে’ ফেলতে পারেনি বেজিং। কিন্তু মুজিবকন্য়ার পতনের পর ওপার বাংলার রাজনীতি থেকে কূটনীতি সবটাই আমূল বদলে গিয়েছে। ঢাকায় এখন ভারত বিরোধীতার হাওয়া। সেই সুযোগকে কাজে লাগিয়ে আসরে নেমে পড়েছে চিন। হাসিনাহীন বাংলাদেশে এখন আনাগোনা বেড়ে গিয়েছে চিনা আধিকারিকদের। তাঁরা ঘনঘন বৈঠক করছেন বিএনপি, জামাতের মতো দলগুলোর সঙ্গে। কয়েকদিন আগেই বেজিংয়ে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। দ্রুত নির্বাচন নিয়ে মহম্মদ ইউনুসের উপর চাপ বাড়ানোর কৌশল? 

বিএনপির ওই প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সফর সম্পর্কে তিনি বলেন, “সফরটি খুবই ভালো হয়েছে। আগামী নির্বাচনে আমরা যদি সরকার গঠন করি তাদের যেন প্রবেলেম না হয়, ধারাবাহিকতা যেন থাকে, এগুলো নিয়ে কথা হয়েছে। তারাও বিষয়টি ইতিবাচক বলেছে।” বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের এই সফর ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। এনিয়ে চিনে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ বলেন, “প্রথমত চিনকে নিয়ে বাংলাদেশের দলগুলো কী ভাবছে সেটা বোঝার চেষ্টার করা, দ্বিতীয়ত তাদের স্বার্থগুলো আছে সেগুলোর ধারাবাহিকতা কীভাবে থাকবে সেটা নিয়ে আলোচনা করা।”

উল্লেখ্য়, আওয়ামি লিগ সরকার পতনের পর এনিয়ে তিন দফায় চিন সফরে গিয়েছেন বিএনপি নেতারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দল চিন সফর করে। এর আগে গত বছর, অর্থাৎ ২০২৪ সালের নভেম্বরে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে সেদেশে যায় একটি প্রতিনিধি দল। তবে বিএনপি ছাড়াও জামাত ও আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও চিন সফর করেছে। বিশ্লেষকরা বলছেন, চিন এখন তাদের বিতর্কিত ‘বেল্ট অ্য়ান্ড রোড’-এর জালে বাংলাদেশকে জড়িয়ে ফেলতে মরিয়া। একইভাবে বেজিংকে কাছে টেনে নির্বাচনে মহম্মদ ইউনুসের উপর চাপ বাড়াতে চাইছে বিএনপি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement