সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১৭ বছরের নির্বাসন শেষ। এবার লন্ডন থেকে নিজের দেশে ফিরছেন খালেদা জিয়াপুত্র তারেক রহমান। শোনা যাচ্ছে, আগামী নভেম্বরেই তিনি ঢাকা ফিরছেন। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তারেকের প্রত্যাবর্তনে নিরাপত্তা নিয়ে বাড়তি পরিকল্পনা রয়েছে দলের। তাঁর জন্য একটি বুলেটপ্রুফ এসইউভি কেনার কথা ভাবা হচ্ছে বলে বিএনপি সূত্রে খবর। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, তারেক রহমান ফিরলে তাঁর জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। এ বিষয়ে বিএনপির যাবতীয় দাবি বিবেচনা করে দেখা হবে। তবে তারেকের ফেরার খবরে অবধারিতভাবে একটি প্রশ্ন উঠছেই – তিনি কি ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়বেন?
এই মুহূর্তে জিয়াপুত্র দীর্ঘদিন ধরে রয়েছেন লন্ডনে। এবার তিনি ঢাকা ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তারেকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অনেক টানাপোড়েনের পর এখন স্পষ্ট যে বিএনপি নেতা নভেম্বরের মাঝামাঝি দেশে (বাংলাদেশ) ফিরতে চান। নভেম্বরের ১০ থেকে ২০ তারিখের মধ্যে তিনি লন্ডন ছেড়ে ঢাকা রওনা দিতে পারেন। তবে ঢাকা নামার আগে তারেক রহমান একবার সৌদি আরব যেতে পারেন ধর্মীয় আচার পালনের জন্য। দলীয় সূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ডে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ইস্যু-সহ সব প্রক্রিয়া চলছে। তারেক রহমান বর্তমানে ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) স্ট্যাটাসে সেখানে থাকেন।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম দাবি করেছিলেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে যোগ্য তারেক রহমান। আর এখানেই প্রশ্ন উঠছে। তবে কি ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে অংশগ্রহণের জন্যই তড়িঘড়ি দেশে ফিরছেন? এনিয়ে বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন, ”২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর গণতন্ত্রের নতুন যাত্রায় নানা বাধা আসতে পারে। এই যাত্রায় তারেক রহমান সামনে থেকে নেতৃত্ব দেবেন, তাই তাঁর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.