সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনা ‘মানবতার কলঙ্ক, মায়েদের কলঙ্ক’। তাঁর ‘নির্মমতা ও পাশবিকতা’র বিচার একদিন হবেই। ক্ষমা নেই তাঁর। এভাবেই ফের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন খালেদা জিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। রবিবার ঢাকার শের-ই-বাংলায় দলের প্রাক্তন সভাপতি জিয়াউর রহমানের স্মরণ অনুষ্ঠানে তাঁর মন্তব্য, ”হাসিনা মানবজাতির কলঙ্ক, মায়েরদের কলঙ্ক। তার বিচার হবেই, ক্ষমা নেই।”
রবিবার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে বিএনপির শাখা সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল ও ‘আমরা বিএনপি পরিবার’ এক স্মরণসভার আয়োজন করে। ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা—সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এই কর্মসূচিতে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে সেখানে নিমগাছ রোপণ করা হয়। এই অনুষ্ঠানে এক শহিদ মায়ের আহাজারির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ”এক মা তার সন্তানের স্বপ্ন দেখেছিলেন, পরিবার দেখেছিল ভবিষ্যৎ। কিন্তু সেই সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। পড়ে গেলে একটি ভ্যানে তোলা হয়, মরে গেছে কি বেঁচে আছে, তা না দেখেই আরও লাশ-সহ আগুনে পুড়িয়ে ফেলা হয়। এটা কোনও স্বাধীন রাষ্ট্রের কাজ হতে পারে না।”
তিনি আরও বলেন, ”১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি একটি স্বাধীন দেশের জন্য। অথচ সেই রাষ্ট্রের পুলিশ, প্রশাসন যাদের বেতন আমরা দিই, তারা আজ আমাদের সন্তানদের হত্যা করছে, পুড়িয়ে মারছে! এটা নিষ্ঠুরতা, বর্বরতা, আর সেই অপরাধের দায় থেকে হাসিনা রেহাই পেতে পারেন না।” ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতা যে স্বতঃস্ফূর্ত গণআন্দোলন সংগঠিত করেছিল, তা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু হতাহত হয় বলে বারবার বিএনপি অভিযোগ করেছে। ওই আন্দোলনের শহীদদের স্মরণ ও বিচার দাবিতে দলটি একাধিক কর্মসূচি পালন করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.