সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউইয়র্ক পৌঁছতেই হামলার মুখে পড়লেন বাংলাদেশের অন্তর্বর্তী উপদেষ্টা মহম্মদ ইউনুসের সফরসঙ্গী এনসিপি নেতা আখতার হোসেন। বিমানবন্দরে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ যুব লিগ নেতার বিরুদ্ধে। এছাড়া এক বিএনপি কর্মীকে ছুরিকাহত করার অভিযোগও উঠেছে। মিজানুর রহমান নামে যুব লিগের ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ এনসিপি, জামাত, বিএনপি সকলেই, তীব্র নিন্দা করেছেন তাঁরা। এনিয়ে জরুরি সাংবাদিক সম্মেলন ডেকেছে ছাত্রদল এনসিপি।
রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ২৬ সেপ্টেম্বর ইউনুসের ভাষণ দেওয়ার কথা। তাঁর সফরসঙ্গী হিসেবে এবার সেই সফরে গিয়েছেন এনসিপি নেতা আখতার হোসেন। সোমবার বিকেলে তাঁরা নিউইয়র্ক পৌঁছন। সঙ্গী বিএনপি, এনসিপি, জামাতের প্রতিনিধিরা। এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, যুব লিগ কর্মী মিজানুর রহমান এই কাজ করেছেন। এছাড়া বিএনপির এক কর্মীর উপরও ছুরি নিয়ে হামলার অভিযোগ ওঠে একই ব্যক্তির বিরুদ্ধে। নিউইয়র্ক পুলিশ তাঁকে আটক করেছে। আটকের পর মিজানুর ‘জয় বাংলা’ স্লোগান দেন। তাঁকে সমর্থন করে চিৎকার করেন আওয়ামি লিগের নেতারাও। তাঁদের সকলকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।
ইউনুসের নিউইয়র্ক সফরের সময় বিক্ষোভের কর্মসূচি নিয়েছিলম মার্কিন মুলুকের আওয়ামি লিগ নেতৃত্ব। ইউনুস ও তাঁর সফরসঙ্গীরা ম্যানহাটনের এক বিলাসবহুল হোটেলে রয়েছেন। সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে রেখেছেন হাসিনার দলের কর্মীরা। সোমবার সন্ধ্যায় তাঁরা সেখানে বিক্ষোভ করেন। রাস্তার দু’পাশে পরস্পরবিরোধী স্লোগান দেয় এনসিপি ও আওয়ামি লিগ। সেখানে এনসিপি নেতা আখতার হোসেনের উপর ডিম ছোড়া হয় বলে অভিযোগ যুব লিগ নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে। আওয়ামি লিগ নেতা-কর্মীরাও সেখানে ছিলেন। গোড়া থেকেই ইউনুসের সফর এভাবে বানচালের ‘অপচেষ্টা’ নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের বিরোধী দলগুলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.