সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ ইউনুসের বাংলাদেশে সুশাসন নেই। শনিবার অন্তরবর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সামনেই একথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকী তিনি অভিযোগ করেন, আগের আমলে (পড়ুন শেখ হাসিনার আমলে) ঘুষ দিতে ১ লক্ষ টাকা, এখন দিতে হয় ৫ লক্ষ টাকা।
শনিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ শীর্ষক বইটি প্রকাশিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন মির্জা ফখরুলও। নিজের ভাষণে দেশে গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের সওয়াল করেন। ফখরুল বলেন, কোথাও কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনও পরিবর্তন হয়নি। তবে রাতারাতি সংস্কার করা সম্ভব নয়। সময় লাগবে। এর জন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনও কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। কোনও রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। এমনকী তিনি অভিযোগ করেন, আগের আমলে ঘুষ দিতে ১ লক্ষ টাকা, এখন দিতে হয় ৫ লক্ষ টাকা।
নিজে বক্তব্য রাখার সময় কার্যত মির্জার ফখরুলের অভিযোগে সিলমোহর দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে। আইনের ব্যত্যয় তো হয়েছেই। প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে। আর মানুষগুলো তো রয়েই গেছে। মানুষগুলোর কোনও পরিবর্তন হয়নি। অনেকে বলে সব বাদ দিয়ে দাও। কিন্তু সেটা সম্ভব না। এ জন্য মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।” একথা বলেও বিএনপিকে আক্রমণ করেন অর্থ উপদেষ্টা। তিনি দাবি করেন, সুশাসন ফেরাতে রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.