Advertisement
Advertisement
Bangladesh

হাসিনার বিচারপর্বে সরাসরি সম্প্রচারে সাইবার হানা! নেপথ্যে কোন ষড়যন্ত্র?

রবিবার আন্তর্জাতিক অপরাধদমন আদালতে শুনানির সময় আচমকা নিষ্ক্রিয় হয়ে যায় পেজটি।

Cyber attack on live telecast of Sheikh Hasina hearing
Published by: Sucheta Sengupta
  • Posted:October 12, 2025 4:18 pm
  • Updated:October 12, 2025 4:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া চলাকালীন আন্তর্জাতিক অপরাধদমন আদালতের ওয়েবসাইটে সাইবার হানা! শুনানির সময় আচমকাই আদালতের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা ঘটে। পেজটি একেবারে নিষ্ক্রিয় হয়ে যায় বলে জানা গিয়েছে। তবে কিছুক্ষণ পর তা উদ্ধার করা হয়। রবিবার এই খবর নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর বা এই মামলার প্রধান আইনজীবী মহম্মদ তাজুল ইসলাম। তাঁর অভিযোগ, হাসিনার বিরুদ্ধে নিষ্ঠুরতার তথ্যপ্রমাণের বর্ণনা যাতে দুনিয়া জানতে না পারে, সেটাই চায় অপরাধীরা। সেই ষড়যন্ত্র থেকেই এমন কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। গণহত্যার অপরাধে তাঁর বিচারপ্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে। প্রায় রোজই শুনানি চলে। রবিবারও শুনানি হচ্ছিল। দুপুর পৌনে ১২টা নাগাদ শেখ হাসিনা-সহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সওয়াল-জবাব শুরু হয়। চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম গোটা বিষয়টির বর্ণনা দিচ্ছিলেন। আইনজীবী মিজানুল ইসলাম, গাজি এমএইচ তামিম, ফারুক আহম্মদ, আবদুস সোবহান তরফদার-সহ অন্যরাও উপস্থিত ছিলেন। এমন সময়েই ঘটে বিপত্তি।

তাজুল ইসলাম জানিয়েছেন, ‘‘রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ঠিক সেই সময় আমাদের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক চালানো হয়। এতে পেজটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে, যদিও পরে আমরা সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।’’ অপরাধীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমাদের বার্তা স্পষ্ট, অপরাধ করে পার পাওয়া যাবে না, আর অপরাধীকে রক্ষা করার কোনও প্রচেষ্টাও সফল হবে না। আমরা কারও প্রতি প্রতিহিংসাপরায়ণ নই, কিন্তু আমরা ন্যায়বিচার নিশ্চিতের জন্য কাজ করছি।’’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ