Advertisement
Advertisement
Bangladesh

স্কুলে নাচ-গান শিক্ষা বাতিল করে আনা হোক ধর্মীয় শিক্ষক! দাবি ‘নতুন’ বাংলাদেশে

'সরকার কাকে খুশি করতে চায় তা বোধগম্য নয়!', উঠছে অভিযোগ।

Demand of religious teachers to be brought in schools in Bangladesh
Published by: Biswadip Dey
  • Posted:September 12, 2025 7:12 pm
  • Updated:September 12, 2025 7:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খিলাফত আন্দোলনের নায়েবে আমির মওলানা মুজিবুর রহমান হামিদি। শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক সমাবেশে তিনি সভাপতি ছিলেন। সেই সময়ই তিনি এমন আহ্বান জানান।

Advertisement

মুজিবুর রহমান বলেন, ‘‘এদেশের প্রাথমিক বিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। তারা কোরান পড়তে পারে না, নমাজ সঠিকভাবে আদায়ের নিয়ম জানে না। ধর্মীয় জ্ঞান না থাকায় সন্তান অবাধ্য ও উচ্ছৃঙ্খলে পরিণত হচ্ছে। ফলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ দেশের মুসলমানরা সরকারকে ট্যাক্স দিচ্ছে। রাষ্ট্রের কাজ মুসলিম সন্তানদের কোরান শিক্ষা দেওয়া। যে সরকার মুসলমানদের সন্তানকে কোরান শিক্ষার দায়িত্ব নিতে পারে না, সেই সরকার নাচ-গান শিক্ষার জন্য বাধ্য করবে- তা দেশবাসী মেনে নিবে না। রাষ্ট্রীয় অর্থে নৃত্য ও সংগীত শিক্ষক নিয়োগ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাকে খুশি করতে চায় আমাদের বোধগম্য নয়।’’

মওলানা হামিদি প্রাইমারি স্কুলগুলিতে মুসলিম শিক্ষার্থীদের সহিহ শুদ্ধভাবে পবিত্র কোরান শরিফ ও জরুরি মাসআলা-মাসায়েল এবং নৈতিক শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত আলেম শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আলেমদের নিয়োগ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ও ঢাকার সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমি ও শাহিনুর আলম চৌধুরী প্রমুখ। মুফতি আবুল হাসান কাসেমি অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। বলেন, অন্যথায় দেশব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে এবং সৃষ্টি পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে। মিছিলটি পল্টন মোড়ে গিয়ে বৃষ্টির কারণে শেষ হয়ে যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ