সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়াও প্রাক্তন সেনা শাসক হুসেন মহম্মদ এরশাদের দল জাতীয় পার্টি ‘জাপা’কে নিষিদ্ধ করার দাবি তীব্র। পদ্মাপাড়ের হাসিনা বিরোধীদের বক্তব্য, ‘জাপা’ আদতে আওয়ামি লিগের বি টিম। বিএনপিকে ঠেকাতে ‘জাপা’কে ব্যবহার করতেন হাসিনা। বিনিময়ে জাপা শেখ হাসিনার শাসনকালে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করেছে।
এই কারণ দেখিয়েই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা শুরু থেকেই আওয়ামি লিগের পাশাপাশি ‘জাপা’কেও নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। এরমধ্যে অতি সম্প্রতি ‘জাপা’ ভিপি নুরুল হক নুর নাগরিক অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। তাঁকে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শুধু আওয়ামি লিগের দোসর হওয়াই একমাত্র কারণ নয়, ‘জাপা’ নিষিদ্ধের দাবির পেছনে আছে ভোটের সূক্ষ্ম হিসাব।
জামাত বিষয়টি স্বীকার করতে রাজি না হলেও জাতীয় পার্টি এবং বিএনপির নেতারা পেছনের এই সমীকরণকে মানছেন। আবার সংস্কার ও নির্বাচনকেন্দ্রিক যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে, তার পেছনেও রয়েছে সংসদে দলগুলোর অবস্থান এবং ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে দরকষাকষি। বিএনপি নেতারা মনে করছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে তাদের ওপর চাপ তৈরির বড় কারণ দরকষাকষিতে লাভবান হওয়া। একাধিক দলের নির্বাচনে না যাওয়ার হুমকিকে তারা এর অংশ হিসেবে দেখছে। এর সঙ্গে নতুন অস্ত্র হিসেবে যুক্ত করা হয়েছে জাপা নিষিদ্ধের দাবিকে।
এদিকে বিএনপি-সহ কয়েকটি দলের নেতাদের অভিমত, জামাত আগামী সংসদে প্রধান বিরোধী দল হতে বিএনপির সঙ্গে একটা সমঝোতায় আসতে চাইছে। দেশের মানুষের দৃঢ় ধারণা ক্ষমতায় আসছে বিএনপি। প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। এদিকে জুলাই সনদ বিষয়ে মতভিন্নতা কমিয়ে আনতে বিএনপি ও জামাতের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের আগে জামাত ছাত্র-তরুণদের দল এনসিপি-সহ ছয়টি দলের সঙ্গে বৈঠক করে অভিন্ন অবস্থানে এসেছে।
জামাত মনে করছে, এরশাদের জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে এবং আওয়ামি লিগ সমর্থকদের ভোট দলটির পক্ষে গেলে জামাতের প্রধান বিরোধী দল হওয়ার সমীকরণ ঘেঁটে যেতে পারে। এমন শঙ্কা থেকেই ভোটের মাঠে দৃশ্যত দুর্বল ‘জাপা’কে প্রতিদ্বন্দ্বী ধরে নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। গণঅধিকার পরিষদ ‘জাপা’ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালন করছে। এই কর্মসূচি পালনকালেই ‘জাপা’র সভাপতি নুরুল হক নুর আক্রান্ত হন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.