Advertisement
Advertisement
Bangladesh

ইউনুসের আশ্বাস সত্ত্বেও কাটছে না আতঙ্ক, শারদোৎসবে বাংলাদেশে ‘ঝুঁকিপূর্ণ’ ২৯ জেলা

এই তালিকায় রয়েছে রাজধানী শহর ঢাকাও, জানাল এক সংগঠন।

Durga Puja 2025: Twenty nine districts are at risk during Durga Puja in Bangladesh
Published by: Sucheta Sengupta
  • Posted:September 20, 2025 5:45 pm
  • Updated:September 20, 2025 6:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন শারদোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার আশ্বাস দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এমনকী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস নিজে সনাতন ধর্মাবলম্বীদের কাছে গিয়ে বার্তা দিয়েছেন। কিন্তু তারপরও আতঙ্ক কাটছে না। এবার দুর্গাপুজোয় গোটা দেশের ২৯ টি জেলাকে ‘ঝুঁকিপূ্র্ণ’ বলে ঘোষণা করল ‘সম্প্রীতি যাত্রা’ নামে এক সামাজিক প্ল্যাটফর্ম। এর মধ্যে রাজধানী ঢাকা-সহ ৫ টি জেলা উচ্চ ঝুঁকিপূর্ণ এবং কম হলেও ঝুঁকি রয়েছে ২৪টি জেলায়। আর এই তথ্য সামনে আসার পর বিশেষজ্ঞদের মত, ২০২৪ সালের গণ-আন্দোলনের পরও বাঙালির সেরা উৎসবের নিরাপত্তা নিয়ে কোনও ইতিবাচক পরিবর্তন ঘটেনি।

Advertisement

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাংবাদিক সম্মেলন করেন ‘সম্প্রীতি যাত্রা’ নামে ওই সোশাল প্ল্যাটফর্ম। সদস্যরা জানান, উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলির তালিকায় রয়েছে ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর ও নোয়াখালি। মাঝারি ঝুঁকি রয়েছে গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ি, চট্টগ্রাম, বান্দরবন, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, সুনামগঞ্জ, বরিশাল, পটুয়াখালি ও নেত্রকোনা। দেশের অন্য জেলাগুলোকে ‘নিম্ন ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছে সম্প্রীতি যাত্রা।

কিন্তু কীসের ভিত্তিতে এই পরিসংখ্যান? সদস্যরা জানাচ্ছেন, ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনের একাধিক প্রতিবেদন প্রকাশিত পূজা ও অন্যান্য সময়ে পূজামণ্ডপ, শোভাযাত্রার রুট বা সংখ্যালঘু বাড়িঘরে হামলার ঘটনা বিশ্লেষণ করে তারা এই ঝুঁকির মানচিত্র তৈরি করেছে। এবছর বাংলাদেশে পুজোর সংখ্যা একহাজার বেড়েছে বলে তথ্য। সমস্ত মণ্ডপের নিরাপত্তা নিয়ে প্রতিবারের মতো এবারও চিন্তায় উদ্যোক্তারা। সেই চিন্তা আরও বাড়িয়ে তুলল সম্প্রীতি যাত্রার এই রিপোর্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ