Advertisement
Advertisement
Bangladesh-Turkey

৫ বছর পর ফের আলোচনার টেবিলে বাংলাদেশ-তুরস্ক, আগামী সপ্তাহে বিদেশ মন্ত্রকের বৈঠক

ঢাকায় তুরস্কের উপ-বিদেশমন্ত্রীর দু'দিনের সফরেই এই বৈঠক হবে।

Foreign affairs minister and secretary of Turkey and Bangladesh will meet on next week in Dhaka
Published by: Sucheta Sengupta
  • Posted:October 4, 2025 5:15 pm
  • Updated:October 4, 2025 5:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর পর আবার বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। আলোচনায় গুরুত্ব পেতে চলেছে দ্বিপাক্ষিক রাজনৈতিক, বাণিজ্যিক, প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলি। সেসব আরও সুদৃঢ় করার লক্ষ্যে আগামী সপ্তাহে ঢাকায় এই বৈঠক বসতে চলেছে। সূত্রের খবর, মঙ্গলবার, ৭ অক্টোবর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় হবে আলোচনা। বাংলাদেশের তরফে বৈঠকে নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রকের সচিব আলাদ আলম সিয়াম। আর তুরস্কের উপ বিদেশমন্ত্রী এ বেরিস একিঞ্চি যোগ দেবেন বৈঠকে।

Advertisement

জানা গিয়েছে, দু’দিনের সফরে আগামী ৬ অক্টোবর ঢাকা সফর শুরু করার কথা বেরিস একিঞ্চির। বাংলাদেশের বিদেশমন্ত্রক সূত্রের খবর, ওই বৈঠকের পর তুরস্কের উপ বিদেশমন্ত্রী দেখা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস, বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন-সহ দু, একটি দপ্তরের উপদেষ্টার সঙ্গে। বাণিজ্য-সহ একাধিক ক্ষেত্রে তুরস্কের সহযোগিতার আবেদন জানাতে পারে বাংলাদেশ। এছাড়া কূটনৈতিক সূত্রে আরও জানা গিয়েছে, দু’দিনের সফরের প্রথম দিনে তুরস্কের মন্ত্রী একিঞ্চি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামাত-ই-ইসলামি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করতে পারেন।

গত বছরের গণ-অভ্যুত্থানে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর যে ক’টি দেশের সঙ্গে বিদেশসচিব পর্যায়ের বৈঠক হতে চলেছে, তার মধ্যে তৃতীয় তুরস্ক। এর আগে ২০২৪-এর ডিসেম্বরে ঢাকায় ভারতের সঙ্গে এবং চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিদেশসচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। গত বছরের আগস্টের পর থেকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চপর্যায়ের অনেকগুলো সফর হয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষায় কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দিয়েছিল তুরস্ক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ