সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ঢাকা পুলিশের জালে হাসিনা ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডি থেকে আটক করা হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে বলেই বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর।
২০১০ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন খায়রুল হক। অবসরের পর ২০১৩ সালে শেখ হাসিনার সরকারের জমানায় আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন তিনি। পরবর্তীতে কয়েকবার তাঁর পদের মেয়াদ বৃদ্ধি করা হয়। ফলে হাসিনা ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। গত আগষ্টে হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপন করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার চর্চায় উঠে এসেছিলেন তিনি। কেন তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছিল খালেদা জিয়ার বিএনপি। প্রায় একবছরের মাথায় বৃহস্পতিবার তাঁকে ধানমন্ডির একটি বাড়ি থেকে আটক করে পুলিশ। তাঁকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা বিভাগের দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।
প্রধান বিচারপতি থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছিলেন এবিএম খায়রুল হক। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার রায় দিয়েছিলেন তিনি। হাই কোর্টে থাকাকালীন শেখ মুজিবর রহমান হত্যা মামলার রায়ও দিয়েছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন বলেও রায় দেন তিনি। ফতোয়া অবৈধ ঘোষণার রায়ও দিয়েছিলেন এবিএম খায়রুল হক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.