Advertisement
Advertisement
Md Younis

‘ফেব্রুয়ারিতে ভোট হবে না’, ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে সংঘাতের পথে ‘বিপ্লবী ছাত্র’রা

আগামী বছরই হবে নির্বাচন, ফের জানালেন ইউনুস।

general election of bangladesh will be held at 2026 said Younis
Published by: Biswadip Dey
  • Posted:August 13, 2025 8:17 pm
  • Updated:August 13, 2025 8:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপ্লবী ছাত্রদের সঙ্গে ইউনুসের সংঘাত চরমে। ২০২৪-এর জুলাইতে গণ অভ্যুত্থানের পর আগস্ট মাসে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে। যার মুখ্য উপদেষ্টার দায়িত্ব পান মহম্মদ ইউনুস। চাপের মুখে সম্প্রতি তিনি জানিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারিতে হতে চলেছে বাংলাদেশের সাধারণ নির্বাচন। যদিও সেই দাবি মানতে নারাজ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, ‘ঘোষণা করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ, নতুন সংস্কার বা নতুন সংবিধান, কোনও কিছুই আমরা পাইনি। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমার যে ভাইয়েরা শহিদ হয়েছিল সংস্কারের জন্য, নতুন সংবিধানের জন্য, সেই মরদেহ সরকারকে ফেরত দিতে হবে।

Advertisement

যদিও আগামী বছরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে, ফের তা জানিয়ে দিলেন মহম্মদ ইউনুস। আগামী নির্বাচনে ব্যান করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর রাজনৈতিক দল আওয়ামি লিগকে। ওপার বাংলার আমজনতার একাংশ বলছেন, দেশে একনায়ক শাসন প্রতিষ্ঠা করেছেন ইউনুস। সেই অভিযোগ মানতে নারাজ তিনি।

অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা জানিয়েছেন, সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছে—যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। ইউনুস আরও জানিয়েছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ক্ষমতার প্রকৃত মালিক—জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় কর্তৃক সাম্মানিক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে বক্তব্য রাখার সময় এমনটাই জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ।

যদিও ইউনুস ও তার সরকারের বিরুদ্ধে এককাট্টা বিপ্লবী ছাত্ররা। মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এনসিপির যুব সংগঠন যুবশক্তির কাউন্সিলে দেওয়া বক্তব্যে নাসিরুদ্দিন পাটওয়ারি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সংস্কার দাবি করে বলেন, ‘ডিজিএফআই যদি রাখতেই হয় তাহলে সংস্কার করে রাখতে হবে। আয়নাঘর ভেঙে দিয়েছি, এবার ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারও ভেঙে দেব।’ দলীয় নেতাকর্মীদের সতর্ক করে এনসিপির এই নেতা বলেন, ‘ভবিষ্যতে অনেক সংকট আসন্ন, সবাই সতর্ক থাকুন। জাতীয় পার্টি কাউন্সিল করে পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে। বিদেশি দূতাবাসগুলো উত্তাপ বাড়াচ্ছে। কিছু করলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ