ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা, ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা রুজু হয়েছে আন্তর্জাতিক অপরাধদমন আদালতে। সেই বিচার প্রক্রিয়া শুরুর জন্য তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। আগামী ২৪ জুনের মধ্যে হাসিনাকে আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত দেশে ফিরে আত্মসমর্পণ করেননি মুজিবকন্যা। আজ শুনানির কথা থাকলেও এবার তা পিছিয়ে গেল। মামলার শুনানি ধার্য হয়েছে ১ জুলাই। আদালত একই সঙ্গে হাসিনার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
জানা গিয়েছে, আজ মঙ্গলবার বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। সরকারের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম। এর আগে ১৬ জুন হাসিনা ও আসাদুজ্জামানকে এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য দুই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এরপর ১৭ জুন দু’জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিস জারির আদেশ দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি চালানোর অভিযোগে ‘নির্দেশদাতা ও পরিকল্পনাকারী’ হিসেবে হাসিনা-সহ অন্যদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার চলছে। গত বছরের ১৭ ডিসেম্বর দুই মামলায় হাসিনা, ওবায়দুল কাদের-সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ১২ মে তাঁর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই ‘গণহত্যার নির্দেশদাতা’ হিসেবে হাসিনার নাম উঠে আসে। গত ১ জুন শেখ হাসিনা-সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ নেয় ট্রাইব্যুনাল। মামলার অপর দুই আসামি আসাদুজ্জামান এবং পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুন। ওইদিনের মামলায় তাঁদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.