Advertisement
Advertisement
Bangladesh

পুজোয় তিনদিন সরকারি ছুটি চাই, ইউনুসের বাংলাদেশে দাবি হিন্দু মহাজোটের

এবছর বাংলাদেশে দুর্গাপুজোর সংখ্যা প্রায় হাজার খানেক বেড়েছে।

Hindu community of Bangladesh demands three days govt holidays during Durga Puja 2025
Published by: Sucheta Sengupta
  • Posted:September 19, 2025 5:41 pm
  • Updated:September 19, 2025 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলের বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে একাধিক অভিযোগের মাঝে এবার বড়সড় দাবি তুলল সংখ্যালঘুদের মহাজোট। পুজোর সময় তিনদিন সরকারি ছুটি ঘোষণার দাবি বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার ঢাকার প্রেস ক্লাবে ‘দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ সংক্রান্ত এক আলোচনাসভায় ইউনুসের অন্তর্বর্তী সরকারের কাছে একগুচ্ছ দাবি পেশ করেন মহাজোটের সদস্যরা। এর মধ্যে উল্লেখযোগ্য পুজোয় তিনদিন ছুটি, পুজোমণ্ডপগুলির নিরাপত্তায় সিসিটিভি লাগানো, সেনার প্রহরা। এছাড়া সামগ্রিকভাবে নিরাপত্তার বিষয়টি দেখার জন্য কেন্দ্রীয় মনিটারিং সেল গঠনের দাবিও জানাল হিন্দু মহাজোট।

Advertisement

আগামী রবিবার মহালয়া। তারপর থেকেই দুর্গোৎসবের আবহ। আগামী সপ্তাহান্তে ভরপুর পুজো। এপার বাংলার মতো ওপারের হিন্দু সম্প্রদায়ও মেতে ওঠে শারদোৎসবে। এতদিন বেশ ধুমধাম করেই বাংলাদেশে পালিত হতো দুর্গাপুজো। কিন্তু ২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর সেখানে হিন্দু নির্যাতনের ভূরি ভূরি অভিযোগের মাঝে বাঙালির সেরা উৎসব পালন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে এবছর দুর্গাপুজোয় যথাযথ নিরাপত্তার আশ্বাস দিয়েছে ইউনুসের অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে তিনি ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দেখাও করেছেন। তাঁর আশ্বাস পেয়ে এবার নিজেদের দাবিদাওয়া পেশ করল বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট।

তাদের মোট চারটি দাবি। প্রথমত, দুর্গাপূজায় ৩ দিন (অষ্টমী, নবমী ও দশমী) সরকারি ছুটি ঘোষণা করতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা ও পুজোর ১০ দিন আগে থেকে শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে হবে। গত বছরের মতো এবার দুর্গাপূজায় সেনাবাহিনীর টহল দেওয়া এবং নিরাপত্তা জোরদার করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি মনিটারিং সেল গঠন করার দাবিও জানিয়েছে তারা।

এদিন লিখিত বক্তব্যে মহাজোটের মুখপাত্র পলাশকান্তি দে বলেন, ”হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পাঁচ দিনব্যাপী হলেও বর্তমানে মাত্র দুদিন সরকারি ছুটি থাকে। এর ফলে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করতে পারেন না। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে সমস্যা হয়।” তাই সরকারের কাছে অবিলম্বে দুর্গাপুজোয় তিনদিন ছুটির ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement