সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনা সরকার পতনের পর দেশের হাল ধরতে তড়িঘড়ি প্যারিস থেকে উড়িয়ে আনা হয়েছিল নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ডাঃ মহম্মদ ইউনুসকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্যদের অনুরোধে তিনিই হন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বছর খানেক কেটে গিয়েছে। এরই মধ্যে বাংলাদেশে ইউনুস বিরোধী হাওয়া বেশ প্রবল হয়ে উঠেছে। শনিবার তাঁর উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল রীতিমতো আক্রমণের সুরে বললেন, ”কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায়? যায় না। এই সহজ-সরল কথাটা আমাদের উপলব্ধি করতে হবে।”
শনিবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘‘অনেকেই মনে করছেন কয়েকজন লোক, সংস্কার যাঁরা করছেন তাঁরা কতগুলো বৈঠক করে, সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন, আর সংস্কার হয়ে গেল? এভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। তা একটি চলমান প্রক্রিয়া।’’
আমলাতন্ত্র ও তার দুর্বলতা নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। এক ব্যবসায়ীর সঙ্গে কথোপকথনের ভিত্তিতে তাঁর অভিযোগ, ”আগে পুলিশকে ঘুষ দিতে হতো ১ লক্ষ টাকা, এখন দিতে হয় ৫ লক্ষ টাকা। আপনি চাইলেই কাল পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনও কারণ নেই। এমন কাঠামো তৈরি করতে হবে যাতে সে ঘুষ না খায়। একইভাবে আমাদের যে আমলাতন্ত্র, এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। পজিটিভ ব্যুরোক্রেসি করতে হবে। তার জন্য যা যা করা দরকার, অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা। সেই বিষয়গুলি করতে হবে।’’ তাঁর এসব বক্তব্য থেকে স্পষ্ট, ইউনুসের উপর ক্ষোভ বৃদ্ধির সঙ্গে সঙ্গে নির্ভরশীলতা ক্রমশই কমছে বিএনপির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.