Advertisement
Advertisement
Dhaka

বাংলাদেশে ভারতীয় মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু, ‘আত্মহত্যা নয়’, দাবি তরুণীর বন্ধুদের

রাজস্থানের ঝালওয়ারে বাড়ি মৃত তরুণীর।

Indian Student Found Dead At Dhaka Medical College
Published by: Kishore Ghosh
  • Posted:September 30, 2025 5:55 pm
  • Updated:September 30, 2025 5:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকার আদ-দিন মোমিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভারতীয় পড়ুয়া তরুণীর রহস্যমৃত্যু। প্রাথমিক তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হলেও তাঁর বন্ধুরা তা মানতে রাজি নয়। তাহলে কি খুন করা হয়েছে ওই পড়ুয়াকে? কেন?

Advertisement

১৯ বছরের মেডিক্যাল পড়ুয়ার নাম নিদা খান। তিনি রাজস্থানের ঝালওয়ারের বাসিন্দা। শনিবার সকালে হস্টেলের একটি ঘরে থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রের দাবি, আত্মহত্যা করেছেন ছাত্রীটি। যদিও পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি। এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ নিদার মৃত্যুর বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। পুলিশের বক্তব্য তদন্ত শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

একদিকে যেখানে রাজস্থানের ঝালওয়ারের গ্রামে শোকের আবহ, অন্যদিকে অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্য়াসোসিয়েশন তরফে বিদেশমন্ত্রকের কাছে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। তরুণী মেডিক্যাল পড়ুয়ার দেহ দেশে ফেরানোর বিষয়ে সাহায্য চেয়েছে এআইএমএসএ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ