Advertisement
Advertisement
Bangladesh

মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য ট্রাইব্যুনালের

ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী, আইনি নোটিসেও হাসিনা, আসাদুজ্জামান হাজিরা না দিলে তাঁদের ছাড়াই চলবে শুনানি।

International Criminal Tribunal fixes up date to frame charge against Sheikh Hasina in Bangladesh
Published by: Sucheta Sengupta
  • Posted:July 7, 2025 4:04 pm
  • Updated:July 7, 2025 4:06 pm  

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: গত বছর বাংলাদেশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা-সহ তিনজনের বিরুদ্ধে শুনানি শেষ। চার্জ গঠনের দিনক্ষণ ধার্য করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জানা গিয়েছে, ১০ জুলাই তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। আজ, সোমবার বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। তবে এই মুহূর্তে হাসিনা রয়েছেন ভারতের আশ্রয়ে। ট্রাইব্যুনাল জানিয়েছে, নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আদালতে হাজিরা না দিলে তাঁকে ছাড়াই চার্জ গঠন, শুনানি হবে। ট্রাইব্যুনালের বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী।

Advertisement

সোমবার প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মহম্মদ আমির হোসেন এবং প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন জায়েদ বিন আমজাদ। শুনানিতে পাঁচটি অভিযোগ তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ‘‘যে পাঁচটি অভিযোগের বর্ণনা দিয়েছি, আপাতভাবে ব্যাপক বিস্তৃতভাবে সংঘটিত হয়েছিল। অগণিত মানুষ হামলার শিকার হয়েছেন, অনেক হতাহত হয়েছেন। সারা দেশে ৫৬ হাজার বর্গ মাইলজুড়ে এই অপরাধ সংঘটিত হয়েছে, সর্বত্র, যেখানে যেখানে সম্ভব হয়েছে। পরিমাণে, সংখ্যায় এবং স্থানের ব্যাপকতায় এই অপরাধ বিস্তৃত ও ব্যাপক।”

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র, জনতার উপর গুলি, হত্যা-সহ একাধিক অপরাধমূলক কাজের জন্য দায়ী করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। সেখানে সরকারপক্ষের আইনজীবী জানান, ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামি লিগ সরকারের নির্বিচার গুলিচালনায় প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান। এসব মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা-সহ তৎকালীন সরকারে থাকা একাধিক মন্ত্রী, নেতাকে অভিযুক্ত করে শুরু হয়েছে শুনানি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement