Advertisement
Advertisement
Israel-Iran conflict

ইজরায়েলি টার্গেটে দূতাবাস লাগোয়া এলাকা, তেহরান থেকে সরানো হচ্ছে বাংলাদেশি কর্মীদের

তেহরানের বাংলাদেশ দূতাবাসের এক কিলোমিটারের মধ্যেই রয়েছে পরমাণু গবেষণা কেন্দ্র।

Israel-Iran conflict: officers and employees of Bangladesh embassy in Tehran shifted safer place as Israel targets nuclear centres near embassy
Published by: Sucheta Sengupta
  • Posted:June 17, 2025 10:34 am
  • Updated:June 17, 2025 10:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণহুঙ্কারে কাঁপন ধরেছে বিশ্বের প্রায় সব শক্তিধর দেশের বুকে। ইজরায়েল-ইরান যুদ্ধের মাঝে পড়ে দুরবস্থার শিকার দু’দেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মী, আধিকারিকরা। তেহরানের যে এলাকায় বাংলাদেশের দূতাবাস, সেখান থেকে এক কিলোমিটারের মধ্যেই রয়েছে সে দেশের পরমাণু গবেষণা কেন্দ্র। ইজরায়েলের টার্গেট সেই তেহরান বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিন। তাই ঝুঁকি এড়াতে সেখানকার বাংলাদেশি দূতাবাসের কর্মী, আধিকারিকদের অন্যত্র সরানো হচ্ছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই খবর জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত বাংলাদেশি দূতাবাস কিংবা সেখানকার কর্মীরা নিরাপদেই রয়েছেন বলে খবর। যদিও সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, গোটা দূতাবাসটিকেই স্থানান্তরিত করা হচ্ছে।

Advertisement

সোমবার তেহরানের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সে দেশের বিদেশ মন্ত্রণালয়ের কাছে আসা বার্তায় জানানো হয়েছে, তেহরানের বাংলাদেশিরা মোটের উপর এখনও পর্যন্ত নিরাপদে রয়েছেন। তবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দূতাবাসটি। কারণ, তার এক কিলোমিটারের মধ্যেই রয়েছে রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিন। ইরানের পরমাণু অস্ত্রভাণ্ডার ধ্বংসের লক্ষ্যে সেটি টার্গেট ইজরায়েলের। ফলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চলছে। সেই কারণে বাংলাদেশের সমস্ত কূটনীতিক-সহ দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ মিশন, আশপাশে বসবাসরত কূটনীতিক-কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের জীবন রক্ষায় ইতিমধ্যে সেই কাজ শুরুও হয়েছে।

তবে তাতে সমস্যাও রয়েছে বিস্তর। বাংলাদেশ সূত্রে খবর, ইরানে এই মুহূর্তের পরিস্থিতি যা, তাতে কূটনীতিক ও কর্মীদের পরিবারকে শহর থেকে অন্তত ৩০-৪০ কিলোমিটার বাইরে নিরাপদ স্থানে সরানো জরুরি। কিন্তু রাজধানী তেহরানের বাইরে উপযুক্ত নিরাপদ জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। তার মাঝেই স্থানান্তর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে তেহরানের বাংলাদেশ দূতাবাস সূত্রে। ইরানে মোটের উপর হাজার দুয়েক বাংলাদেশির বসবাস। তাঁরা আপাতত নিরাপদে রয়েছেন বলে দূতাবাস সূত্রে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement