সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ ইউনুসের বাংলাদেশে সব সম্ভব। এবার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা, গণধর্ষণ ও যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত জামায়াতে ইসলামী বা জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির সাজা মকুব করল সে দেশের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে যে অন্য কোনও মামলা না থাকলে অবিলম্বে মুক্তি দিতে হবে রাজাকার বাহিনীর এই নেতাকে। বলা বাহুল্য, এই ঘটনায় ফের প্রমাণিত হল পদ্মাপাড়ে বর্তমানে ক্ষমতায় রয়েছেন মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার বাহিনীই।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা বাংলাদেশেজুড়ে গণহত্যা ও গণধর্ষণ চালায়। সেই সময় পাক বাহিনীকে এই নারকীয় অত্যাচারে সাহায্য করেছিল স্বাধীনতা বিরোধী জামাত বা রাজাকার নেতারা। এরা পাকিস্তানি শাসন এবং উর্দু ভাষার পক্ষে ছিল। রাজাকার ঘাতকবাহিনীর নেতা হিসেবে পাক সেনার সহযোগী হয়ে রংপুর গণহত্যা, গণধর্ষণ-সহ পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছিল এটিএম আজহারউলের বিরুদ্ধে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১২ সালের আগস্টে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালের ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির শাস্তি দিয়েছিল জামাত নেতাকে।
এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা করেছিল আজহারুল। যদিও তা খারিজ হয়ে যায়। এরপর রায় পুনর্বিবেচনার দাবি করে শীর্ষ আদালতের উচ্চতর বেঞ্চে আবেদন জানিয়েছিলেন রাজাকার বাহিনীর প্রাক্তন নেতা। সেই আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ জানিয়েছে, সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে আজহারুলকে ‘নির্দোষ’ ঘোষণা করা হচ্ছে। অন্য কোনও মামলা না থাকলে তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
আজহারুলের মুক্তি নিয়ে বিবৃতি দিতে গিয়ে মঙ্গলবার জামাতের প্রধান শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সময় দলের ভূমিকার জন্য ক্ষমা চান। তিনি বলেন, “আমাদের কোনও আচরণে, কোনও ভূমিকায় কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। মানুষ আমরা, কেউ ভুলের ঊর্ধ্বে নই। দল হিসেবে আমরা দাবি করি না যে, আমরা ভুলের ঊর্ধ্বে।” উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন প্রসঙ্গে শফিকুর বলেছিলেন, “দেশ ভারতের সাহায্য নিয়ে স্বাধীন হোক চাইনি আমরা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.