সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্ত্রীরা ঘর থেকে বেরন না। রাজনৈতিক সরকারগুলোর মতো ভাষণ দেন না। সভা-সমিতিও করেন না। সকাল-সন্ধ্যা অফিস করেন, কোনও কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা করেন। তাতেই ঠিক হয় দেশের ভবিষ্যৎ। এমনই হাজার অভিযোগ তুলে বাংলাদেশের ইউনুস সরকারের মন্ত্রিসভার উপর তীব্র ক্ষোভ উগরে দিলেন সাংবাদিকরা। বৃহস্পতিবার বেসরকারি চ্যানেলের এক টক শো’য় অংশ নিয়ে এমনই মন্তব্য করেন ঢাকার এক দৈনিক পত্রিকার সম্পাদক নুরুল কবীর।
বৃহস্পতিবারের অনুষ্ঠানের সঞ্চালক উল্লেখ করেন যে এই সরকারের মতো আর কেউ সংবাদমাধ্যমের সামনে এত কথা বলেননি। তাতেই নূরুল হকের পালটা জবাব, ‘‘প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কি সরকারের প্রতিনিধি না প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি? এটা তো অমীমাংসিত বিষয়। অবশ্য প্রেস সেক্রেটারি এর একটা জবাব দিয়েছেন। তিনি হোয়াইট হাউসের রেফারেন্স দিয়ে বলেছেন, হোয়াইট হাউস আসলে পুরো প্রেসিডেন্টের প্রশাসনিক বিষয়ের প্রতিনিধিত্ব করে। হয়তো করে। কিন্তু আমার কথা হল, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মতো কয়েকদিন বা কয়েক বছর পরপর গণ-অভ্যুত্থান করতে হয় না। সেখানে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এটা নিয়ে বিতর্ক বহু বছর আগেই শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশে তেমনটা ঘটছে না।’’
তাঁর আরও বক্তব্য, ‘‘ড. ইউনুস সরকারের একটা অন্যতম কীর্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে শেখ হাসিনা পরিবারের নামে প্রায় দেড় হাজার স্থাপত্য ছিল, সেসব তাঁরা বদলেছেন। তাদের পরিবারের নামে হাজার প্রতিষ্ঠানের নাম থাকা অন্যায়। নিশ্চয়ই অন্যায় কাজ হয়েছিল এবং সেটা তখনও দৃষ্টিকটু ছিল। কিন্তু এটা যখন কলমের খোঁচায় আপনি বদলে দেবেন, তখন দলীয় রাজনীতি মাথায় না রেখে ইউনুসের কাছ থেকে মানুষ যা আশা করে, তা বিবেচনার দরকার ছিল। যেমন ধরুন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নাম ছাড়া আপনি ইতিহাস লিখতে পারবেন না। সেখানে সামগ্রিকভাবে বিষয়টি দেখা দরকার ছিল।’’
গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানের জেরে হাসিনা সরকারের পতন ঘটে। পদ ছেড়ে, দেশ ছেড়ে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা এবং তাঁর সরকারের একাধিক মন্ত্রী। অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসেন নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুস। এখন বছর ঘোরার প্রাক্কালে তাঁর সরকারের বিরুদ্ধেই নানা অভিযোগ উঠছে। ইউনুসের বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ মানুষজন। সেইসঙ্গে সাংবাদিক মহলও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.