সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার হুমকি, আক্রমণের মুখে পড়লেও পিছু হঠার প্রশ্ন নেই। এবার ওকালতনামা সঙ্গে নিয়ে বৃহস্পতিবার ফের আদালতে যাচ্ছেন ইসকনের বন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুর (Chinmoy Prabhu) আইনজীবী রবীন্দ্র ঘোষ। চিন্ময় প্রভুর জামিন শুনানি যাতে দ্রুত হয়, চট্টগ্রাম আদালতে ফের সেই আবেদন জানাতে চলেছেন তিনি। আগের শুনানিতে কোনও আইনজীবী উপস্থিত না থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছিল ২ জানুয়ারি পর্যন্ত। সেই দিনটিই এগিয়ে আনার জন্য ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন সন্ন্যাসীর আইনজীবী।
বৃহস্পতিবার সকালেই চট্টগ্রাম জেলে, যেখানে বন্দি রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সেখানে পৌঁছে যান আইনজীবী রবীন্দ্র ঘোষ। সেখান থেকে ওকালতনামা সংগ্রহ করেছেন। তা নিয়েই এদিন তিনি যাবেন চট্টগ্রাম আদালতে। ২ জানুয়ারির আগে যাতে চিন্ময় প্রভুর জামিনের শুনানি হয়, সেই আবেদনই জানাবেন আইনজীবী। বুধবারের শুনানিতে রবীন্দ্র ঘোষ আবেদন জানিয়েছিলেন, মিথ্যা মামলায় ইসকনের সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ডায়াবেটিস, শ্বাসকষ্ট-সহ বিভিন্ন রোগ আছে। জেলবন্দি থাকলে শারীরিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল। তাই জামিন দেওয়া হোক। যদিও ওইদিন তাঁর কাছে ওকালতনামা না থাকায় শুনানি এগোয়নি।
গত ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রাম আদালতে তাঁকে পেশ করে জেলবন্দি করে সে দেশের পুলিশ। সন্ন্যাসীর বিরুদ্ধে দায়ের হয় দেশদ্রোহের মামলা, যা নিয়ে আপত্তি সব মহলে। একজন সন্ন্যাসীর বিরুদ্ধে কেন এই দেশদ্রোহ মামলা, তা নিয়ে প্রশ্ন ওঠে। এই ইস্যুতে দুই বাংলায় হিন্দুরা গর্জে ওঠেন। সন্ন্যাসীর দ্রুত মুক্তির দাবিতে কলকাতা থেকে শুরু করে বাংলার বিভিন্ন জেলায় মিছিল করেন সনাতন ধর্মাবলম্বীরা। তাঁর হয়ে লড়তে চাওয়া আইনজীবীরা বার বার সেনা, পুলিশের হুমকি, আক্রমণের মুখে পড়েছেন। কিন্তু তার পরও পিছু হটতে নারাজ তাঁরা। রবীন্দ্র ঘোষের সক্রিয়তাই তার প্রমাণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.