সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট পতন ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। দেশ ছাড়তে হয় তাঁকে। এবার প্রকাশ্যে একটি অডিও। দাবি, সেই অডিওয় সিনিয়র সরকারি আধিকারিকদের সঙ্গে হাসিনাকে (Sheikh Hasina) কথা বলতে দেখা গিয়েছে। বিবিসি সেই অডিওটির সত্যতা যাচাই করেছে। সেখানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, ”যেখানেই ওদের দেখবে গুলি করে মারো।” স্বাভাবিক ভাবেই, এমন অডিও ঘিরে বিতর্ক নতুন দানা বেঁধেছে।
দাবি, ওই অডিও গত ১৮ জুলাইয়ের। সেই সময়ে গণভবন থেকে ফোনে কথা বলছিলেন হাসিনা। এবং এর কয়েক ঘণ্টা পরই দাঙ্গাকারীদের বিরুদ্ধে সেনার মানের রাইফেল ব্যবহার করা হয়। বিবিসি পুলিশ নথি দেখিয়ে এমনটাই দাবি করেছে। রাষ্ট্রসংঘের দেওয়া তথ্য অনুসারে, অন্তত ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছিল গত বছরের জুলাই ও আগস্টে।
উল্লেখ্য, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়ে আসছে। দিবসটি সরকারিভাবে স্বীকৃতি পাওয়ায় এবার থেকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন এবং স্মরণ করা হবে। এদিকে, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কর্মসূচি ঘোষণার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কর্মসূচি ঘোষণার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসান কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা-সহ তিনজনের বিরুদ্ধে শুনানি শেষ হয়েছে সম্প্রতি। চার্জ গঠনের দিনক্ষণ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জানা গিয়েছে, ১০ জুলাই তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.