প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিশোর গ্যাং। নাম থেকেই পরিষ্কার, এরা সকলেই সাধারণত কিশোর। গত কয়েক বছর ধরেই বাংলাদেশে ক্রমে মাথাচাড়া দিয়েছে এরকমই ছোট ছোট অপরাধী গোষ্ঠী, যারা সন্ত্রাস, ছিনতাইয়ের মতো নানা অপরাধে জড়িত থাকে। এবার চট্টগ্রামের জেলা শহর লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের মারে মৃত্যু হল এক ব্যক্তির। গতকাল, শনিবার ওই ব্যক্তির মৃত্যুর পরে দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম জাহাঙ্গির আলম। গত আড়াই মাস ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জাহাঙ্গির ছিলেন একটি মসজিদের কমিটিতে। অভিযোগ, গত ৭ এপ্রিল তাঁর উপর লাঠি নিয়ে হামলা করে এক কিশোর গ্যাংয়ের সদস্যরা। সেই থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কিন্তু তাঁর উপরে হামলা? অভিযোগ, মসজিদের পাশেই জুয়ার আসন বসানো ও মাদক সেবনে বাধা দেওয়ার কারণেই ওই ব্যক্তিকে টার্গেট করে অভিযুক্তরা। পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ৭ এপ্রিল লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাহাঙ্গিরের স্ত্রী রাজিয়া বেগম অভিযুক্তদের নামের একটি তালিকা তুলে ধরেন। তাতে ৯ জনের নাম ছিল। ২০ জনকে অজ্ঞাতনামা ধরা হয়। রায়পুর থানাকে মামলাটি গ্রহণের নির্দেশ দেয় আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.