ঢাকা বিমানবন্দরে বিধ্বংসী আগুন। শনিবার দুপুরে। নিজস্ব ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী আগুনের কবলে ঢাকা বিমানবন্দরের একাংশ। কার্গো ভিলেজ বা পণ্য রাখার স্থানে শনিবার দুপুরে দাউদাউ আগুন জ্বলে ওঠে। ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। খবর পেয়ে দমকলের অন্তত ৩০ টি ইঞ্জিন ছুটে যায় কার্গো ভিলেজের ৮ নং গেটের কাছে। কিন্তু আগুন নেভাতে হিমশিম দশা হয় দমকল কর্মীদের। অগ্নিকাণ্ডের জেরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপাতত এই বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
শনিবার সাড়ে ৩টে নাগাদ খবরটি নিশ্চিত করেন বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ পরিচালক মহম্মাদ কাউছার মাহমুদ। অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি বলেন, ‘‘আমরা একটা এমারজেন্সি হ্যান্ডল করছি, আমাদের সহযোগিতা করুন।’’
জানা যাচ্ছে, দুপুর ২টো ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে দমকলের ২৮টি ইঞ্জিন কাজ করছে। কার্গো ভিলেজের এই অংশে সাধারণত আমদানি করা পণ্য মজুত রাখা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর দমকল বিভাগ, বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে। কাজে নেমেছে বিজিবিও।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান ওঠানামা স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি১৬৩ ফ্লাইট, ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই১১১৬ ফ্লাইটটি ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি বিমান বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক বিমান অবতরণ করানো হয়েছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.