Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

ফের ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, ইউনুসের বাসভবন অভিযান রুখতে ‘নিষ্ঠুর’ পুলিশ!

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে, দাবি আন্দোলনকারী ছাত্রদের।

Muhammad Yunus's police accused of attacking Bangladesh students protester
Published by: Kishore Ghosh
  • Posted:August 27, 2025 9:03 pm
  • Updated:August 27, 2025 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশে। এবার ঢাকার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ইউনুসের পুলিশের ব্যাপক সংঘর্ষ হল। বিক্ষোভকারীদের হটাতে টিয়ার গ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল আইনরক্ষকরা। একাধিক দাবিতে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এই সময় পুলিশ ছাত্রদের বেপরোয়াভাবে মারধর করে, অভিযোগ ছাত্রদের। ক্ষুব্ধ ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন।

Advertisement

বুধবার দুপুর পৌনে ২টো নাগাদ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বাসভবন যমুনার দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।

সকালে তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে জমায়েত হয়ে নিজেদের দাবি জানান আন্দোলনকারী ছাত্ররা। স্লোগান দিতে থাকেন। এর জেরে রাস্তায় যানজট তৈরি হয়। এই সময় শিক্ষার্থীরা দুপুর ১টার মধ্যে তাদের দাবি মেনে নির্দেশিকা জারির আল্টিমেটাম দেন। না হলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন তারা। তাদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবীদের অধিকার ফিরিয়ে দাও’।

ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৩ দফা দাবি হল- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে না দেওয়া, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নিত না করা ও দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক ইঞ্জিনিয়ারদের সুযোগ দেওয়া। এদিকে আন্দোলনরত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দাবি-দাওয়ার প্রস্তাব দিলে সচিব কমিটি সমস্যা সমাধান করবে বলে জানিয়েছে। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহম্মদ মোখলেস উর রহমান আশ্বাস দিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement