Advertisement
Advertisement
Bangladesh

প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ কত? তীব্র মতানৈক্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলিতে

বেশিরভাগ রাজনৈতিক দলই দু'বারের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না কাউকে।

No unity among political parties in Bangaladesh regarding tenure of Prime Minister
Published by: Sucheta Sengupta
  • Posted:June 22, 2025 7:46 pm
  • Updated:June 22, 2025 7:46 pm  

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: বাংলাদেশে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ কত? রাজনৈতিক দলগুলি সেই সময় বেঁধে দিল। দেশের অধিকাংশ দলই প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দু’বার অর্থাৎ ১০ বছরের প্রস্তাব দিয়েছে। তবে কয়েকটি দলের মত, দু’বারের পর একবার বিরতি দিয়ে আবার কেউ প্রধানমন্ত্রী হতেই পারেন, তাতে সমস্যা নেই। দু’দিন বিরতির পর রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আলোচনার প্রথমার্ধ্বে এই প্রস্তাব উত্থাপিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বক্তব্য, ‘‘গণতান্ত্রিক প্র্যাকটিস বন্ধ করা ঠিক হবে না। আলাদা আলাদা আলোচনা করে সমাধানে আসা কঠিন। আমরা তো সংস্কার চাই। তবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের কোনও একটি বিভাগকে দুর্বল করে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে না। একজন স্বৈরাচার করেছিল। তা চিন্তা করে যদি সংস্কার করে হাত-পা বেঁধে দেওয়া হলে তা ঠিক হবে না। দুই মেয়াদ হোক বা ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী হোক বরং প্রধানমন্ত্রী কত বছর প্রধানমন্ত্রী থাকবেন সেটা আলোচনা করা যেতে পারে।’’

জামাত-ই-ইসলামির নায়েবে আমির ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ”পারস্পরিক আলোচনা করে তিনটি দল ছাড়া আমরা সবাই একমতে এসেছি, টার্মের হিসাব বাদ দিয়ে একজন ব্যক্তি তাঁর গোটা জীবনে দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন।” পৃথিবীর বহু দেশে এধরনের বিধান রয়েছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ”দুনিয়ার অনেক দেশে এমন নজির আছে। বাংলাদেশের জন্যও আমরা এটাকে অত্যন্ত জরুরি বলে মনে করি। এই ব্যাপারে আমরা প্রায় ঐকমত্যে পৌঁছেছি।”

ইসলামি আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ‘‘ঐকমত্যে স্বার্থে আমরা সর্বোচ্চ দুই বারের পক্ষে। সংকটের মূল জায়গা নিম্নকক্ষ নির্বাচন পদ্ধতি।’’ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজের কথায়, ”পুরো মেয়াদ সম্পন্ন না করা নিয়ে বিতর্ক আছে, তা বাদ দিয়ে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দু’বার বিবেচিত হবে।” গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মত, ”প্রধানমন্ত্রীর দুই মেয়াদ নিয়ে সমর্থন আছে। তবে এটা নিয়ে সিদ্ধান্তে আসা উচিত।”

বাংলাদেশ লেবার পার্টির মতামত অবশ্য ভিন্ন। সংগঠনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘‘পরপর দু’বার প্রধানমন্ত্রী হবেন। এরপর একবার গ্যাপ দিয়ে দু’বার হবেন, আবার একবার গ্যাপ দিয়ে আবার দু’বার হবেন। যতবার নির্বাচিত হবেন, ততবারই প্রধানমন্ত্রী হতে পারবেন হবেন।” আমজনতা দলের কার্যনির্বাহী সদস্য সাধনা মহলের মত, ‘‘এক ব্যক্তি দুই বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন। একবার গ্যাপ দিয়ে আরেক মেয়াদে থাকতে পারবে।’’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement