Advertisement
Advertisement
Operation Sindoor

অপারেশন সিঁদুরে বিরাট ধস বাংলাদেশের শেয়ার বাজারে, ভারত-পাককে বিশেষ আর্জি জামাতের

মঙ্গলবার মাঝরাতে ৯টি জঙ্গিঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে ভারতীয় সেনা।

Operation Sindoor triggers crash in Bangladesh stock market
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 7, 2025 4:34 pm
  • Updated:May 7, 2025 9:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার যোগ্য জবাব দিতে অপারেশন সিঁদুর (Operation Sindoor) ভারতের। যার জেরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নিকেশ হয়েছে প্রায় শতাধিক জঙ্গি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের ঘাঁটি। পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদও। দুই দেশের এই সংঘাতে বিরাট ধস নেমেছে বাংলাদেশের শেয়ার বাজারে। ভারত-পাক দুই পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাল জামাতে ইসলামির মতো একাধিক মৌলবাদী সংগঠন। 

Advertisement

মঙ্গলবার মাঝরাতে ৯টি জঙ্গিঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে ভারতীয় সেনা। এই সার্জিক্যাল স্ট্রাইকের প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। আজ বুধবার (৭ মে) লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বড় ধরনের পতনের মুখে পড়ে। মাত্র ১০ মিনিটের লেনদেনেই প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্টের বেশি পড়ে যায়। অপরদিকে, ডিএসইএস সূচক কমে ১৭.৫৮ পয়েন্ট বা ১. ৬১ শতাংশ এবং ডিএস ৩০ সূচক কমে ২০. ৯১ পয়েন্ট বা ১. ১৪ শতাংশ। সব মিলিয়ে বাজারের সার্বিক চিত্র বেশ হতাশাজনক। লেনদেনের শুরুতে মাত্র ৯টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে। অন্যদিকে, দর কমেছে ৩৩৪টির। অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারদর। বিশ্লেষকরা বলছেন, ভারত–পাকিস্তান যুদ্ধের খবরে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলেই বাজারে এই পতন। কারণ আঞ্চলিক অস্থিরতা অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করে। যার ফলে বিনিয়োগকারীদের সর্তক হয়ে যান।

প্রতিবেশী দুই দেশের মধ্যে এই যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামাতের আমির ডা. শফিকুর রহমান সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘পহেলগাঁও সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে হামলা-পালটা হামলা হচ্ছে। যা কারও জন্যই মঙ্গলজনক নয়। এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দিন শেষে যুদ্ধ কারও জন্যেই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি।’ জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আসম আবদুর রব বলেন, পাকিস্তান ও ভারতের সংঘাত কেবল দুই দেশের সীমান্তে সীমাবদ্ধ নয়। এটি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাকেও বিপদের মুখে ফেলতে পারে। এদিকে, পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়া দুই ক্রিকেটরকে নিয়ে চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ