Advertisement
Advertisement
Pakistan

সম্পর্ক নিবিড় করতে বাংলাদেশে পাক বিদেশমন্ত্রী! নজর রাখছে ভারত

২০১২ সালের পর এই প্রথম কোনও পাক বিদেশমন্ত্রী ঢাকায় আসছেন।

Pakistani foreign minister will visit Bangladesh soon
Published by: Biswadip Dey
  • Posted:August 4, 2025 7:38 pm
  • Updated:August 4, 2025 7:38 pm   

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: ২০১২ সালের পর এই প্রথম। বাংলাদেশ সফরে আসছেন কোনও পাক বিদেশমন্ত্রী ইশাক দার। তিনি সেদেশের উপপ্রধানমন্ত্রীও। আগামী ২৩ আগস্ট দু’দিনের সফরে তাঁর ঢাকা আসার কথা। গত এপ্রিলে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ।

Advertisement

জানা যাচ্ছে, আমনার পর গত ২৭ ও ২৮ এপ্রিলই বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাক বিদেশমন্ত্রীর। কিন্তু সেই সময় পহেলগাঁও হামলা পরবর্তী পরিস্থিতিতে প্রবল চাপে ছিল পাকিস্তান। যে কোনও সময়ে ভারতের হামলার সম্ভাবনা দেখা যাচ্ছিল। এহেন পরিস্থিতিতে তাঁর সফর বাতিলে করে দেন ইশাক। অবশেষে নতুন করে সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালে তৎকালীন পাকি বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার বাংলাদেশ সফর করেছিলেন। উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি-৮ শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সে সময় ঢাকা সফর করেছিলেন তিনি। ইশাক দার তাঁর সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৪ আগস্ট বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গেও আলোচনা করতে পারেন বলে কূটনৈতিক সূত্রের দাবি।

বছরের শুরুতেই শোনা যাচ্ছিল, ইসহাক দার ফেব্রুয়ারিতেই ঢাকায় পা রাখবেন। এমনকী সেই সফর নিয়ে মুখও খোলেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, “বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। ঢাকাকে সব ধরনের সহযোগিতা করতে পাকিস্তান প্রস্তুত। আমাদের বিদেশ দপ্তর অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করছে। এ অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নে আমরা পাশে থাকতে চাই।” ইউনুস সরকারের আমন্ত্রণে তাঁর আসন্ন এই সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করে পাক বিদেশমন্ত্রক। প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘে প্রধান উপদেষ্টা ইউনুস বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই বৈঠকের পরও ঘোষণা করা হয় যে দুই দেশই বিভিন্ন স্তরে পারস্পরিক সহযোগিতা জোরদার করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ