Advertisement
Advertisement
Bangladesh

মুজিবের মৃত্যুদিনেও ফুল দিতে বাধা! ধানমন্ডির বাড়ি থেকে ফেরত পাঠানো হল ২ জনকে

১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুদিন, এদিনও অশান্তি এড়ানো গেল না।

Police pushes back two persons from Dhanmandi house who went to pay tribute to Sheikh Mujibur Rahaman on death anniversary
Published by: Sucheta Sengupta
  • Posted:August 15, 2025 4:03 pm
  • Updated:August 15, 2025 4:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুদিন। কিন্তু এদিনও অশান্তি এড়ানো গেল না বাংলাদেশে। ঢাকার ৩২ নম্বর, ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাঙা বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়া এক নারীকে ফেরত পাঠিয়ে দিল পুলিশ। আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে থানায় নিয়ে যাওয়া হলেও পরে ছেড়ে দেয় পুলিশ।

Advertisement

শুক্রবার সকাল পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ধানমন্ডির ওই বাড়িতে ফুল দিতে যান এক মহিলা। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় তাঁর। তিনি নিজেকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামি লিগের কর্মী পরিচয় দেন। পুলিশ সূত্রে খবর, ওই নারী বলেন, ‘‘আজ ১৫ আগস্ট। এই বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এটা বঙ্গবন্ধুর বাড়ি। আমি ফুল দিয়াই যামু। আমি আপনাদের কাছে হেল্প চাই। আমাকে হেল্প করুন।’’ পুলিশ সদস্যরা তাঁকে বলেন, নিরাপত্তাজনিত কারণে ধানমন্ডি ৩২ নম্বর বন্ধ আছে। এই মুহূর্তে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ওই নারীর হাতে থাকা ফুল ফেলে দেন স্থানীয় কয়েকজন। পরে পুলিশ ওই নারীকে রিকশায় বাড়ি পাঠিয়ে দেন।

উপস্থিত একজনের অভিযোগ, ওই নারী ভাইরাল হওয়ার জন্য এসেছেন। আওয়ামি লিগের সত্যিকার কর্মী হলে তিনি আসতেন না। দলটির বড় নেতারাও এখন পলাতক। ওই নারী বারবার বলছিলেন, ”হাসিনা খুন করেননি।” তখনই উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তাঁর হাতে থাকা ফুল ফেলে দেয়। একপর্যায়ে তাঁকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কোনও বিশৃঙ্খলা করতে দেওয়া হয়নি বলে তিনি জানান। পুলিশ ফুল দিতে আসা এই নারীকে রিকশায় তুলে বাড়ি পাঠিয়ে দেয়।

এই ঘটনার পর দুপুর ১২.১৫ নাগাদ দিকে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে আসেন আরেকজন। তিনি নিজেকে রিকশাচালক বলে পরিচয় দেন। ওই ব্যক্তি বলেন, তিনি কোনও রাজনীতির সঙ্গে জড়িত নন। শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে এসেছেন। এই সময় উত্তেজিত জনতা মারধর করলে ওই ব্যক্তিকে পুলিশ সরিয়ে দেয়। এদিন ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভেঙে দেওয়ার বাড়ির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা যায়। বাড়ির সামনের সড়কে কোনো যানবাহন চলেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল। সকাল থেকে সেখানে উৎসুক লোকজনকে ভিড় করতে দেখা গিয়েছে।

সকালে ধানমন্ডির লেক পার্কে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজানো হয়। কাদের উদ্যোগে এই গান বাজানো হচ্ছে, পরিচয় জানতে চাইলে আয়োজকরা নিজেদের সাধারণ ছাত্র বলে পরিচয় দেন। ১৫ আগস্টকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ