সুকুমার সরকার, ঢাকা: সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে লাইন যে দিতে হবে তা আর কে না জানেন। তাতে অবাক হওয়ার মতো কিছুই নেই। কিন্তু আমজনতার মতো কোনও দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য? এ প্রশ্নের উত্তর যে না হবে, সে-ও স্বাভাবিক। কিন্তু সকলকে অবাক করে দিয়ে সেই নিয়মই বদলে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর পাঁচজনের মতো লাইন দাঁড়িয়ে হাসপাতালে চোখের চিকিৎসকের সঙ্গে দেখা করলেন তিনি।
বৃহস্পতিবার সকালে ঢাকার শের-ই-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান শেখ হাসিনা। সবাইকে অবাক করে দিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। আমজনতার মতোই দশ টাকা দিয়ে টিকিট কেটে নেন তিনি। এরপরই চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক প্রধানমন্ত্রীর চিকিৎসা করেন। চোখ দেখানোর পর প্রধানমন্ত্রী হাসপাতালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
চিকিৎসক ও নার্সদের পরিষেবার প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকটি সরকারি হাসপাতালে সাধারণ রোগীর মতো লাইনে দাঁড়িয়ে চিকিৎসা করিয়েছেন শেখ হাসিনা। গত এপ্রিলে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটেই একইভাবে চোখের চিকিৎসা করিয়েছিলেন তিনি। এছাড়া গাজিপুরে মায়ের নামে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.