সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম তাঁর ইসলাম। কিন্তু ধর্মীয় মৌলবাদের বরাবর বিরোধী। সেই কারণে স্বদেশ থেকে বিতাড়িত স্বনামধন্য সাহিত্যিক তসলিমা নাসরিন। বিদেশে আপাতত পাকাপাকি বাস তাঁর। লেখালেখির সঙ্গে জারি রেখেছেন প্রতিবাদী সত্তা। প্রায়শয়ই নানা সাম্প্রতিক বিষয় নিয়ে নিজের মতামত তিনি প্রকাশ করেন সোশাল মিডিয়ায়। সেসব নিয়ে বিতর্কও কম হয় না। তাতে অবশ্য অকুতোভয় তসলিমা। এবার তিনি বাংলাদেশের মাদ্রাসায় শিক্ষার হাল নিয়ে একটি রিল শেয়ার করে তুমুল সমালোচনায় মুখর হলেন। সাহিত্যিকের দাবি, বাংলাদেশের মাদ্রাসাগুলিতে প্রাতিষ্ঠানিকভাবে হিন্দুদের প্রতি হিংসা, ঘৃণা, সাম্প্রদায়িকতা শেখানো হয়।
ফেসবুকে তসলিমার শেয়ার করা রিলে দেখা যাচ্ছে, একটি মাদ্রাসায় ছোটদের ক্লাস চলছে। বিষয় হিন্দুদের উৎসবে শামিল হলে মুসলিমদের কী ক্ষতি হয়। রিলটিতে শোনা যাচ্ছে, সেখানে শিক্ষক বলছেন, ‘হিন্দুদের পূজায় গেলে ইসলাম দুর্বল হয়ে যায়।’ ছোট ছোটো ছেলেরা সেই কথাই বারবার আওড়াচ্ছে। এহেন ‘পাঠদান’ তীব্র হিন্দু-বিদ্বেষেরই শামিল নিঃসন্দেহে। সেকথাই তসলিমা বলেছেন। রিলটি শেয়ার করে তিনি লিখেছেন, বাংলাদেশের মাদ্রাসাগুলিতে প্রাতিষ্ঠানিকভাবে হিন্দুদের প্রতি হিংসা, ঘৃণা, অভদ্রতা, বর্বরতা, সাম্প্রদায়িকতা শেখানো হয়। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল।’
উল্লেখ্য, বদলের বাংলাদেশে ইসলামিক উগ্রপন্থার বাড়বাড়ন্ত বেশ প্রকট হয়ে দেখা দিয়েছে। হিন্দু নির্যাতন বেড়েছে। প্রতি মুহূ্র্তে আতঙ্কে দিন কাটান সেখানকার সংখ্যালঘুরা। এনিয়ে আন্তর্জাতিক স্তরেও সমালোচনার মুখে ইউনুসের অন্তর্বর্তী সরকার। যদিও ইউনুসের নিজের দাবি, কোনও হিন্দু নির্যাতনের ঘটনা ঘটছে না বাংলাদেশে।
তবে সেখানকার মাদ্রাসায় পঠনপাঠনের যে ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে, তাতে স্পষ্ট, হিন্দু বিরোধিতায় শিশুদের মগজধোলাই চলছেই। তাই শেখানো হচ্ছে, ‘হিন্দুদের পূজায় গেলে ইসলাম দুর্বল হয়ে যায়।’ আসল শিক্ষা তো উদার হতে শেখায়, শেখায় মানবতা। ধর্মের অন্ধকারাচ্ছন্ন দিক সরিয়ে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। কিন্তু বাংলাদেশের মাদ্রাসায় ঠিক এর উলটো চিত্র দেখা যাচ্ছে। এহেন শিক্ষার হাল নিয়ে তাই তসলিমা নাসরিনের নিন্দাও স্বাভাবিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.