সুকুমার সরকার, ঢাকা: বিয়ের এক প্রাচীন প্রথা পালন ঘিরে শোরগোল বাংলাদেশের (Bangladesh) পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়ায়। সেখানকার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নে বিয়েতে কনের সমান ওজনের টাকা দেওয়া হয়েছে বরপক্ষকে! পশ্চিমবঙ্গের নদিয়া জেলার সীমান্ত সংলগ্ন কুষ্টিয়ার ওই বিয়ে অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়লে, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল (Viral)ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষের দিকে, এমন সময় লাল বেনারসি শাড়ি পরে কনেকে বসানো হয়েছে বড় দাঁড়িপাল্লায়। তাঁকে ঘিরে ধরেছে অনুষ্ঠানের অতিথিরা। এক পাল্লায় বিয়ের পোশাক পরা কনে, অন্য পাল্লায় রাখা হয়েছে কয়েন। এরপর কনের ওজনের সমপরিমাণ কয়েন (Coin) উপহার হিসেবে দেওয়া হয় পাত্রপক্ষকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাগপুর মাঠপাড়া গ্রামের বাসিন্দা রতন আলির মেয়ে মাছুরা খাতুন রিয়ার সঙ্গে একই গ্রামের মাইনুল ইসলামের ছেলে বিপ্লবের প্রেমের (Love) সম্পর্ক ছিল। কিছুদিন আগে তাঁরা নিজেরা বিয়ে করেন। পরে উভয়ের পরিবারের সম্মতিতে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে সবার উপস্থিতিতে মেয়ের বাবা দাঁড়িপাল্লায় মেপে কনের সমপরিমাণ কয়েন ছেলেকে উপঢৌকন দেন।
এ বিষয়ে মেয়ের বাবা রতন আলি বলেন, ”মেয়ের জন্মের সময় মানত করা হয়েছিল, মেয়ে বেঁচে থাকলে বিয়েতে তাঁর ওজনের সমপরিমাণ টাকা উপঢৌকন দেব। তাই মেয়েকে দাঁড়িপাল্লায় মেপে কয়েন দেওয়া হয়েছে।” প্রাগপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিকুর রহমানের কথায়, ”দাঁড়িপাল্লায় মেপে টাকা দেওয়ার ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে। প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাস্টার বলেন, ”দাঁড়িপাল্লায় মেপে টাকা দেওয়া অন্যায় হয়েছে। কেন এটি করা হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.