সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। বিশেষ এই দিনটি উদযাপনে প্রস্তুত বাংলাদেশ। নতুন রূপে সেজে উঠছে ঢাকা। সেই উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা-সহ কয়েকটি রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করল ঢাকা মহানগর পুলিশ।
জানা গিয়েছে, সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে ডিএমপি জানিয়েছে, কয়েকটি রাস্তায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার বিকাল ৩টে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এসব পথে চলাচলকারীদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। শাহবাগ ক্রসিং, টিএসসি ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, হাই কোর্ট ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং, জিমনেশিয়াম মাঠ গেইট, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশি বাজার ক্রসিং এবং চাঁনখারপুল ক্রসিং- এই রাস্তাগুলো বন্ধ থাকবে বা যানবাহনের পথ ঘুরিয়ে দেওয়া হবে।
অন্যদিকে, বিকল্প রাস্তা হিসাবে বেছে নেওয়া হয়েছে, কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং।
শাহবাগ ক্রসিং- কাঁটাবন ক্রসিং- বাঁটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড।
শাহবাগ ক্রসিং- মৎস্য ভবন ক্রসিং- কদমফোয়ারা ক্রসিং- হাইকোর্ট ক্রসিং- আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং।
হাইকোর্ট ক্রসিং- বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স- গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়িয়া ক্রসিং।
শাহবাগ ক্রসিং- হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং- বাংলামোটর ক্রসিং- সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং।
বকশীবাজার ক্রসিং- চাঁনখারপুল ক্রসিং- নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।
একই সঙ্গে বকশি বাজার-জগন্নাথ হল ক্রসিং, চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং, টিএসসি-শিববাড়ী ক্রসিং , উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং, পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং-এ প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। গাড়ি পার্কিংয়ের স্থান হিসাবে জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি) এবং মোকাররম ভবন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইন শৃঙ্খলা বাহিনী) বেছে নেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.